Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৩৩৭

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২: ৩০
দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে ৩৩৭

দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২৭৬। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দুই সপ্তাহ আগে কোয়াজুলু-নাটাল প্রদেশে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের পরই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়।

কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে ১৬১টি শপিং মল, ১১টি গুদাম ও ৮টি কারখানা এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত