Ajker Patrika

উগান্ডায় কাঁঠাল আকৃতির বোমা বিস্ফোরণ, দুই শিশু নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ২১
উগান্ডায় কাঁঠাল আকৃতির বোমা বিস্ফোরণ, দুই শিশু নিহত

এক সপ্তাহের ব্যবধানে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় তৃতীয়বারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত হয়েছে। গত শুক্রবার বোমা হামলার ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাম্পালা থেকে ৬০ কিলোমিটার (২৭ মাইল) উত্তরে নাকসেকে জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এই হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমাটি দেখতে কাঁঠাল আকৃতির ছিল। শিশুরা খেলার সময় ওই কাঁঠালসদৃশ বোমাটি দেওয়া হয়।

পুলিশের মুখপাত্র আসান কাসিংয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, নিহত দুই শিশুর মধ্যে একজন প্রতিবন্ধী শিশু রয়েছে। প্রতিবন্ধী শিশুটির নাম কিউওয়া পাথিয়াস। নিহত আরেক শিশুর নাম কিয়িংগি মাইকেল (১৪)। 

এর আগে গত ২৩ অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। আহত হন তিনজন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ২৫ অক্টোবর একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ওই হামলায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে। উগান্ডার কর্তৃপক্ষ এসব হামলার ঘটনা তদন্ত করছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত