Ajker Patrika

নতুন ধরন শনাক্ত করায় আমাদের শাস্তি দেওয়া হচ্ছে: দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০: ৩১
নতুন ধরন শনাক্ত করায় আমাদের শাস্তি দেওয়া হচ্ছে: দক্ষিণ আফ্রিকা

‘করোনার নতুন ধরন শনাক্ত করায় আমাদের শাস্তি দেওয়া হচ্ছে।’ আজ শনিবার দক্ষিণ আফ্রিকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি বলা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার করোনাভাইরাসের নতুন ধরনের নাম দেয় ‘ওমিক্রন’। নতুন ধরনটির নাম গ্রিক বর্ণমালার ১৫তম অক্ষরের নামে রাখা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের। প্রাথমিকভাবে করোনার ধরনটির নাম দেওয়া হয়েছিল বি.১. ১.৫২৯। গত বুধবার দক্ষিণ আফ্রিকা এই ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন পাওয়া যায়। 

এরই মধ্যে বেশ কয়েকটি দেশ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউকে, আইরিশ বা যুক্তরাজ্যের বাসিন্দা নয় এমন কেউ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনি থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। এসব দেশের সঙ্গে সোমবার থেকে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং সুইজারল্যান্ডও সাময়িকভাবে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। 

করোনার নতুন ধরন নিয়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নতুন ধরন আবিষ্কারের পর বিশ্বের বেশ কয়েকটি দেশের দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকা তার উন্নত জিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই ধরন শনাক্ত করেছে। তবে বিশ্বের বিভিন্ন দেশ যা করছে শাস্তি দেওয়ার মতো। 

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনার এই ধরন পাওয়া গেছে। এর মধ্যে অনেকগুলোই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু দেশগুলোর প্রতিক্রিয়া দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। 

দক্ষিণ আফ্রিকার পর ইসরায়েল এবং বেলজিয়ামও ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত