Ajker Patrika

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট

মোহাম্মদ দেওজি। ছবি: ফোর্বস
মোহাম্মদ দেওজি। ছবি: ফোর্বস

তাঞ্জানিয়ার ধনকুবের মোহাম্মদ দেওজির এক্স অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকেরা এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকালে দেওজির এক্স অ্যাকাউন্ট থেকে ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি তাঁর অফিসে বসে আছেন এবং একটি কাগজে ডলারের সাইনসহ তাঞ্জানিয়া লেখা একটি কাগজ ধরে আছেন। ওই কাগজে লেখা সংকেতটি ছিল মূলত একটি ক্রিপটো কারেন্সির টোকেন।

দেওজি তাঞ্জানিয়ার বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এমইটিএল গ্রুপের সিইও এবং দারুস সালামের একটি পেশাদার ফুটবল ক্লাবের মালিক। তিনি এক্স মাধ্যমেও বেশ জনপ্রিয়। এই মাধ্যমে ২২ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর।

ফোর্বস আরও জানিয়েছে, ভিডিওটির পর দেওজির অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট করে ওই টোকেন কেনার নির্দেশনা দেওয়া হয়। তবে দেওজি জানিয়েছেন, তিনি এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নন এবং তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পোস্ট হওয়া ভিডিওটিও আসলে একটি ডিপফেইক, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।

বুধবার দুপুর ১টা ১৮ মিনিটে ফোর্বসকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় দেওজি লিখেছেন, ‘আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে!’ তিনি জানান, তাঁর টিম আগেই এক্স কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তবে তিনি এখনো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাননি।

জানা গেছে, একটি পোস্ট মুছে ফেলা হলেও কিছুক্ষণ পর আবার দেওজির অ্যাকাউন্ট থেকে ওই টোকেনের প্রচারণা চালানো হয়। এমনকি দুপুর ২টা ৫৬ মিনিটে আরও একটি নতুন পোস্ট আসে, যেখানে আরও একটি ডিপফেইক ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেওজিকে বলতে শোনা যায়, ‘আমি হ্যাক হইনি, আমি নিশ্চিত করছি।’ এই ভিডিওটিতেও আগের সেই টোকেনটি হাতে ধরে রেখেছিলেন তিনি।

তবে দ্বিতীয় ভিডিওটি বিকেল ৪টার পরে মুছে ফেলা হয়। যদিও এর আগেই এই ভিডিওটি ২২ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছিলেন। প্রতারকেরা দেওজির অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করায় অন্য ব্যবহারকারীরা এসব পোস্টের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে পারেননি।

ব্লকচেইন বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘লুকঅনচেইন’ জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিনিয়োগকারীরা সোলানা ব্লকচেইনে তালিকাভুক্ত ওই ক্রিপটো কারেন্সিতে ১৪ লাখ ৮০ হাজার ডলার বিনিয়োগ করে ফেলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ কোটি টাকার বেশি।

ক্রিপটো প্রতারণা পর্যবেক্ষণ করে এমন একটি সংস্থা জানিয়েছে, এই স্ক্যামের পেছনে সেই একই গোষ্ঠী থাকতে পারে, যারা দুই সপ্তাহ আগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ১৩ লাখ ডলার হাতিয়ে নেয়।

২০২২ সালে ইলন মাস্ক এক্স কিনে নেওয়ার পর প্ল্যাটফর্মটিতে কনটেন্ট মডারেশনের ঘাটতির কারণে ক্রিপটো স্ক্যামের বিস্তার বেড়েছে। এমনকি অনেক প্রতারক ডিপফেইক ভিডিও ব্যবহার করে মাস্কের নামেও স্ক্যাম চালিয়েছে।

দেওজি প্রতিক্রিয়া জানিয়ে ফোর্বসকে বলেছেন, ‘আমার সাইবার নিরাপত্তায় আরও বিনিয়োগ করা দরকার।’

এদিকে এই বিষয়ে এক্স-এর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...