Ajker Patrika

চলে গেলেন ডেসমন্ড টুটু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ০২
চলে গেলেন ডেসমন্ড টুটু

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেন। নোবেলজয়ী এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ৯০ বছর বয়সে আজ রোববার মারা যান বলে দেশটির সরকার জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলের দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেসমন্ড টুটুর পরিবারের পক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামফেলে বলেন, ‘আজ সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।’

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেনতবে বিবৃতিতে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে তাঁর শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এর এক দশক পর তিনি সেই শ্বেতাঙ্গ প্রশাসনের পতনের সাক্ষী হন এবং ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

ডেসমন্ড টুটুর প্রয়াণে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত