Ajker Patrika

রহস্যময় রোগে কেনিয়ার এক স্কুলের ৯৫ ছাত্রী পঙ্গু

রহস্যময় রোগে কেনিয়ার এক স্কুলের ৯৫ ছাত্রী পঙ্গু

রহস্যময় এক রোগে আক্রান্ত হয়ে কেনিয়ার একটি বিদ্যালয়ের ৯৫ জন ছাত্রী পঙ্গু হয়ে পড়েছে। কেনিয়ার কাকামেগা প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানী নাইরোবি থেকে ৩৭৪ কিলোমিটার উত্তর–পশ্চিমে সেন্ট টেরিসা ইরেগি গার্লস হাইস্কুলের এই শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে কাকামেগা প্রদেশের ক্লিনিক্যাল এক্সিলেন্স কমিশনার বার্নার্ড ওয়েসোঙ্গার বরাত দিয়ে বলা হয়েছে, ছাত্রীদের রক্ত, মূত্র ও মলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং অজানা এ রোগের কারণ জানার জন্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অজানা এ রোগের কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। 

তিনি আরও বলেন, ‘কিছু শিক্ষার্থী ওষুধের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। অন্যরা এখনো চিকিৎসাধীন।’ 

আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে হাঁটুতে ব্যথার মতো লক্ষণ দেখা দিয়েছে, এ কারণে তাদের হাঁটাচলায় ব্যাঘাত ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মেয়েদের পা অসাড় এবং অচল হয়ে পড়েছে। কারও কারও মাথাব্যথা, বমি এবং জ্বর দেখা দিয়েছে। 

প্রতিবেদন অনুসারে, স্কুল প্রশাসনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকের পর স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 

সরকার আক্রান্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক থাকার এবং তাঁদের সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এ রোগের কারণ শনাক্ত এবং এর প্রতিকার বের করতে কাজ করে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত