সুদানের রাজধানী খার্তুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও আইরিশ কূটনীতিক আইদান ও’হারার বাড়িতে হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘আইদান অক্ষত রয়েছেন। তিনি আহত হননি।’ তবে এই হামলাকে তিনি ‘কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। মাইকেল মার্টিন আরও বলেন, অত্যন্ত কঠিন সময়ে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন আইদান ও’হারা।
বিবিসি জানিয়েছে, আইদান ও’হারা ২০২২ সাল থেকে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইরিশ বংশোদ্ভূত কূটনীতিক।
তিন দিন আগে সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত তিন দিন ধরেই রাজধানী খার্তুমে বিমান হামলা, গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধ হতে দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যাচ্ছে।
এদিকে বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই।
সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, আমরা সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জানাই এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানাই।
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, কূটনৈতিক এলাকা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদান সরকারের প্রাথমিক দায়িত্ব।
ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়কে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনাবাহিনী এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে পরিচিত, তাঁর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো লড়াই চলছে।
সুদানের রাজধানী খার্তুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও আইরিশ কূটনীতিক আইদান ও’হারার বাড়িতে হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, ‘আইদান অক্ষত রয়েছেন। তিনি আহত হননি।’ তবে এই হামলাকে তিনি ‘কূটনীতিকদের সুরক্ষার বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। মাইকেল মার্টিন আরও বলেন, অত্যন্ত কঠিন সময়ে ইইউকে সেবা দিয়ে যাচ্ছেন আইদান ও’হারা।
বিবিসি জানিয়েছে, আইদান ও’হারা ২০২২ সাল থেকে সুদানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইরিশ বংশোদ্ভূত কূটনীতিক।
তিন দিন আগে সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত তিন দিন ধরেই রাজধানী খার্তুমে বিমান হামলা, গোলাবর্ষণ ও বন্দুকযুদ্ধ হতে দেখা যাচ্ছে। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে যাচ্ছে।
এদিকে বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই।
সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, আমরা সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জানাই এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানাই।
ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, কূটনৈতিক এলাকা ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দেওয়া সুদান সরকারের প্রাথমিক দায়িত্ব।
ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি। তবে কর্মীদের নিরাপত্তার বিষয়কে আরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সুদানের সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত সেনাবাহিনী এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেদতি নামে পরিচিত, তাঁর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো লড়াই চলছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১১ ঘণ্টা আগে