ঢাকা: গোমা শহর থেকে ছয় মাইল দূরে নাইরাগঙ্গো পর্বতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পাঁচ শর বেশি বসতবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
ইউনিসেফের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখনো ১৭০ শিশু নিখোঁজ রয়েছে।
গতকাল অগ্ন্যুৎপাত শুরু হলে কঙ্গোর গোমার বাসিন্দারা পালাতে শুরু করেন। অনেকেই জীবন বাঁচাতে রুয়ান্ডা সীমানা পাড়ি দেন। ইউনিসেফ জানিয়েছে, গোমার পাঁচ হাজার বাসিন্দা রুয়ান্ডা সীমানা পাড়ি দিয়েছেন। গোমা শহরের পশ্চিম দিকের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছিলেন ২৫ হাজার মানুষ।
গোমার বাসিন্দা এলিন বিচিকওয়েবো বলেন, সেদিনের ঘটনায় আমি ও আমার সন্তান পালাতে পারলেও, আমার মা-বাবা দুজনেই মারা গেছেন। অ্যালাম্বা সুতায়ে নামের আরেকজন বলেন, এখানকার লোকেরা এখন আতঙ্কিত এবং ক্ষুধার্ত। তাঁরা এখনো জানে না কোথায় গিয়ে উঠবে, কোথায় রাত কাটাবে।
সেদিনের অগ্ন্যুৎপাতের ভয়াবহতা নিয়ে কেরিন এমবালা নামে গোমার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। সামান্য দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যায়।
শহরটিতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। দেশটির সরকার রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা খালি করার নির্দেশ দিয়েছিল। কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক মুইয়াইয়া এক টুইট বার্তায় বলেছিলেন, গোমা শহর খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা আসার আগেই শহরটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন।
সর্বশেষ ২০০২ সালে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সে সময় প্রায় আড়াই শ মানুষ মারা গিয়েছিলেন, বাস্তুহারা হয়েছিলেন ১ লাখ ২০ হাজার।
ঢাকা: গোমা শহর থেকে ছয় মাইল দূরে নাইরাগঙ্গো পর্বতে স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পাঁচ শর বেশি বসতবাড়ি। বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
ইউনিসেফের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখনো ১৭০ শিশু নিখোঁজ রয়েছে।
গতকাল অগ্ন্যুৎপাত শুরু হলে কঙ্গোর গোমার বাসিন্দারা পালাতে শুরু করেন। অনেকেই জীবন বাঁচাতে রুয়ান্ডা সীমানা পাড়ি দেন। ইউনিসেফ জানিয়েছে, গোমার পাঁচ হাজার বাসিন্দা রুয়ান্ডা সীমানা পাড়ি দিয়েছেন। গোমা শহরের পশ্চিম দিকের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছিলেন ২৫ হাজার মানুষ।
গোমার বাসিন্দা এলিন বিচিকওয়েবো বলেন, সেদিনের ঘটনায় আমি ও আমার সন্তান পালাতে পারলেও, আমার মা-বাবা দুজনেই মারা গেছেন। অ্যালাম্বা সুতায়ে নামের আরেকজন বলেন, এখানকার লোকেরা এখন আতঙ্কিত এবং ক্ষুধার্ত। তাঁরা এখনো জানে না কোথায় গিয়ে উঠবে, কোথায় রাত কাটাবে।
সেদিনের অগ্ন্যুৎপাতের ভয়াবহতা নিয়ে কেরিন এমবালা নামে গোমার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। সামান্য দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যায়।
শহরটিতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। দেশটির সরকার রোববার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা খালি করার নির্দেশ দিয়েছিল। কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক মুইয়াইয়া এক টুইট বার্তায় বলেছিলেন, গোমা শহর খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা আসার আগেই শহরটির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন।
সর্বশেষ ২০০২ সালে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সে সময় প্রায় আড়াই শ মানুষ মারা গিয়েছিলেন, বাস্তুহারা হয়েছিলেন ১ লাখ ২০ হাজার।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
২৫ মিনিট আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৩৭ মিনিট আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৩ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে