Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৭২ 

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১০: ০০
দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৭২ 

দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর জেরে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই বিক্ষোভে অংশ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৭২ জন। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ২০০–এর বেশি মানুষকে আটক করেছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাতে দেশটির সোয়েটোর একটি শপিং সেন্টারে মালামাল লুট করার সময় পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া এ সহিংসতা নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকায় সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা চলমান পরিস্থিতিকে তাঁর দেশে ১৯৯০ সালের পর হওয়া সহিংসতাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বলে আখ্যা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মন্ত্রীরা সতর্ক করে জানিয়েছেন, যদি দেশজুড়ে লুটপাট চলতে থাকে তাহলে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হবে।

সাবেক প্রেসিডেন্ট জুমা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দায়িত্ব সামলেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটির সামনে তাঁকে বসতে বলা হয়েছিল। কিন্তু জুমা সেখানে যাননি। এরপরই তাঁর বিরুদ্ধে শাস্তির রায় দেন আদালত। গত সপ্তাহ থেকে ১৫ মাসের সাজা ভোগ করতে শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত