ডা. পূজা সাহা
দাঁত শরীরের অন্যতম শক্ত অঙ্গ হলেও বিভিন্ন কারণে তা ভেঙে যেতে পারে। এটি ভাঙলে শুধু ব্যথা বা সংক্রমণের ঝুঁকিই বাড়ে না, বরং এর স্থায়িত্ব নিয়েও সমস্যা দেখা দেয়।
কেন দাঁত ভাঙে
দুর্ঘটনা: যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে আঘাতের কারণে দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।
শক্ত খাবার: হাড়, শক্ত ক্যান্ডি বা অন্য কোনো শক্ত জিনিস কামড়ালে দাঁত ভাঙতে পারে। এমনকি শুকনা মরিচের বিচি বা পেয়ারার বিচির মতো ছোট ও শক্ত জিনিসও দাঁতের ক্ষতির কারণ হতে পারে।
দাঁতের ক্ষয়: দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজের কারণে দুর্বল হয়ে দাঁত সহজে ভেঙে যেতে পারে।
টুথপেস্টের ভুল ব্যবহার: দীর্ঘদিন একই ধরনের মেডিকেটেড টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহারে দাঁতের ক্ষয় হয়, যা ভাঙার কারণ হতে পারে।
বয়স: ৫০ বছর বা তার বেশি বয়সে অনেকের দাঁতে ফাটল ধরতে পারে।
লক্ষণ ও নির্ণয়
দাঁতে কোনো ক্ষয় না থাকা সত্ত্বেও কোনো কিছু কামড়ালে যদি ব্যথা লাগা বা ঠান্ডা-গরম লাগার অনুভূতি হলে বুঝতে হবে, দাঁতে ফাটল থাকতে পারে। অনেক সময় দাঁতের সূক্ষ্ম ফাটল খালি চোখে দেখা যায় না। সে ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তা নির্ণয় করা হয়।
দাঁত ভাঙার চিকিৎসা
দাঁত ভাঙার ধরন অনুযায়ী চিকিৎসাপদ্ধতি ভিন্ন হয়। কিছু প্রচলিত চিকিৎসা হলো—
ক্যাপ: দাঁতের যে অংশ ভেঙে গেছে, তা ঠিক করার ভালো উপায় হলো ক্যাপ লাগানো। ধাতু, সিরামিক বা পোরসেলিন দিয়ে তৈরি এই ক্যাপগুলো দাঁতকে আগের আকৃতি ফিরিয়ে দেয় এবং দীর্ঘস্থায়ী হয়।
ভেনিয়ার বা কম্পোজিট রেজিন: সামনের দিকের দাঁত আংশিক ভাঙলে ভেনিয়ার কিংবা কম্পোজিট রেজিন ব্যবহার করা হয়।
ডেন্টাল ইমপ্লান্ট: যদি ভাঙা দাঁত কোনোভাবেই রক্ষা করা না যায়, সে ক্ষেত্রে ডেন্টাল ইমপ্লান্ট একটি স্থায়ী সমাধান হতে পারে।
রুট ক্যানেল: দাঁত ভাঙার পর ভেতরের অংশে সংক্রমণ হলে রুট ক্যানেল করা হয়।
ফিলিং: ভাঙা দাঁতে যদি ব্যথা না থাকে, তবে ফিলিং করা নিরাপদ পদ্ধতি।
জরুরি অবস্থায় করণীয়
যদি কোনো আঘাতে দাঁত সম্পূর্ণ খুলে আসে, তবে দ্রুত কিছু পদক্ষেপ নিলে দাঁতটি বাঁচানো সম্ভব।
» আঘাতের কারণে মাড়ি দিয়ে রক্ত পড়লে পরিষ্কার তুলা অথবা কাপড় দিয়ে ১০ মিনিটের মতো চেপে ধরে রাখুন।
» সংক্রমণ যাতে না হয়, সে জন্য হালকা গরম লবণ পানি দিয়ে কুলকুচি করুন।
» যদি কোনো স্থায়ী দাঁত সম্পূর্ণ খুলে আসে, তাহলে দাঁতের গোড়ার দিকে স্পর্শ করবেন না। দাঁতটি মাটিতে পড়ে থাকলে হালকাভাবে পরিষ্কার পানিতে এমনভাবে ধুয়ে নিন, যেন কোনো কোষ সরে না যায়। এরপর দাঁতটি আবার সকেটে বসিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে।
» যদি দাঁত সকেটে বসানো সম্ভব না হয়, তাহলে জিহ্বার নিচে, স্যালাইন পানি, ডাবের পানি বা দুধের মধ্যে ভিজিয়ে দ্রুত চিকিৎসকের কাছে যান।
» কোনো আঘাত যদি বেশি মারাত্মক হয়, যেমন সড়ক দুর্ঘটনায় দাঁত, চোয়াল, নাক বা মুখের হাড় ভেঙে গেলে দ্রুত একজন ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে যেতে হবে। দেরি করলে পরিস্থিতি জটিল হতে পারে।
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা
দাঁত শরীরের অন্যতম শক্ত অঙ্গ হলেও বিভিন্ন কারণে তা ভেঙে যেতে পারে। এটি ভাঙলে শুধু ব্যথা বা সংক্রমণের ঝুঁকিই বাড়ে না, বরং এর স্থায়িত্ব নিয়েও সমস্যা দেখা দেয়।
কেন দাঁত ভাঙে
দুর্ঘটনা: যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে আঘাতের কারণে দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।
শক্ত খাবার: হাড়, শক্ত ক্যান্ডি বা অন্য কোনো শক্ত জিনিস কামড়ালে দাঁত ভাঙতে পারে। এমনকি শুকনা মরিচের বিচি বা পেয়ারার বিচির মতো ছোট ও শক্ত জিনিসও দাঁতের ক্ষতির কারণ হতে পারে।
দাঁতের ক্ষয়: দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজের কারণে দুর্বল হয়ে দাঁত সহজে ভেঙে যেতে পারে।
টুথপেস্টের ভুল ব্যবহার: দীর্ঘদিন একই ধরনের মেডিকেটেড টুথপেস্ট বা টুথ পাউডার ব্যবহারে দাঁতের ক্ষয় হয়, যা ভাঙার কারণ হতে পারে।
বয়স: ৫০ বছর বা তার বেশি বয়সে অনেকের দাঁতে ফাটল ধরতে পারে।
লক্ষণ ও নির্ণয়
দাঁতে কোনো ক্ষয় না থাকা সত্ত্বেও কোনো কিছু কামড়ালে যদি ব্যথা লাগা বা ঠান্ডা-গরম লাগার অনুভূতি হলে বুঝতে হবে, দাঁতে ফাটল থাকতে পারে। অনেক সময় দাঁতের সূক্ষ্ম ফাটল খালি চোখে দেখা যায় না। সে ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তা নির্ণয় করা হয়।
দাঁত ভাঙার চিকিৎসা
দাঁত ভাঙার ধরন অনুযায়ী চিকিৎসাপদ্ধতি ভিন্ন হয়। কিছু প্রচলিত চিকিৎসা হলো—
ক্যাপ: দাঁতের যে অংশ ভেঙে গেছে, তা ঠিক করার ভালো উপায় হলো ক্যাপ লাগানো। ধাতু, সিরামিক বা পোরসেলিন দিয়ে তৈরি এই ক্যাপগুলো দাঁতকে আগের আকৃতি ফিরিয়ে দেয় এবং দীর্ঘস্থায়ী হয়।
ভেনিয়ার বা কম্পোজিট রেজিন: সামনের দিকের দাঁত আংশিক ভাঙলে ভেনিয়ার কিংবা কম্পোজিট রেজিন ব্যবহার করা হয়।
ডেন্টাল ইমপ্লান্ট: যদি ভাঙা দাঁত কোনোভাবেই রক্ষা করা না যায়, সে ক্ষেত্রে ডেন্টাল ইমপ্লান্ট একটি স্থায়ী সমাধান হতে পারে।
রুট ক্যানেল: দাঁত ভাঙার পর ভেতরের অংশে সংক্রমণ হলে রুট ক্যানেল করা হয়।
ফিলিং: ভাঙা দাঁতে যদি ব্যথা না থাকে, তবে ফিলিং করা নিরাপদ পদ্ধতি।
জরুরি অবস্থায় করণীয়
যদি কোনো আঘাতে দাঁত সম্পূর্ণ খুলে আসে, তবে দ্রুত কিছু পদক্ষেপ নিলে দাঁতটি বাঁচানো সম্ভব।
» আঘাতের কারণে মাড়ি দিয়ে রক্ত পড়লে পরিষ্কার তুলা অথবা কাপড় দিয়ে ১০ মিনিটের মতো চেপে ধরে রাখুন।
» সংক্রমণ যাতে না হয়, সে জন্য হালকা গরম লবণ পানি দিয়ে কুলকুচি করুন।
» যদি কোনো স্থায়ী দাঁত সম্পূর্ণ খুলে আসে, তাহলে দাঁতের গোড়ার দিকে স্পর্শ করবেন না। দাঁতটি মাটিতে পড়ে থাকলে হালকাভাবে পরিষ্কার পানিতে এমনভাবে ধুয়ে নিন, যেন কোনো কোষ সরে না যায়। এরপর দাঁতটি আবার সকেটে বসিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে।
» যদি দাঁত সকেটে বসানো সম্ভব না হয়, তাহলে জিহ্বার নিচে, স্যালাইন পানি, ডাবের পানি বা দুধের মধ্যে ভিজিয়ে দ্রুত চিকিৎসকের কাছে যান।
» কোনো আঘাত যদি বেশি মারাত্মক হয়, যেমন সড়ক দুর্ঘটনায় দাঁত, চোয়াল, নাক বা মুখের হাড় ভেঙে গেলে দ্রুত একজন ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে যেতে হবে। দেরি করলে পরিস্থিতি জটিল হতে পারে।
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, মিরপুর, ঢাকা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
২ দিন আগেডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় মশাবাহিত এই রোগের চিকিৎসায় ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তাদের কাছে...
৩ দিন আগেসারা দেশে গত এক দিনে ৬৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।
৩ দিন আগেদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় মশাবাহিত এ রোগের চিকিৎসায় ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের সব মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাদের কাছে এ নির্দেশ
৩ দিন আগে