ডা. জাহেদ পারভেজ
যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১ দিন আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২ দিন আগে