Ajker Patrika

করোনার অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪: ০৫
করোনার অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম

প্রথমবারের মতো করোনাভাইরাসের অ্যান্টিবডি নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক হাসপাতালে জন্ম নেওয়া ওই শিশুর বিষয়ে  চিকিৎসকরা জানিয়েছেন, মা অন্তঃসত্ত্বা অবস্থায় মডার্নার কোভিড ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছিলেন।
 
মার্কিন শিশু বিশেষজ্ঞদের অপ্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করো হয়েছে। নিবন্ধটি পিয়ার-রিভিউয়ের অপেক্ষায় আছে।
 
ওই নিবন্ধে বলা হয়েছে, ওই নারীর গর্ভের বয়স যখন ৩৬ সপ্তাহ তখন তিনি মডার্নার ভ্যাকসিন নেন।  ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর একটি সুস্থ কন্যা শিশুর জন্ম দেন তিনি। নবজাতকের রক্ত পরীক্ষা করে দেখা যায়, তার দেহে করোনার অ্যান্টিবডি রয়েছে।
 
 নিবন্ধটির সহ-লেখক ফ্লোরিডার আটলান্টিক ইউনিভার্সিটির পল গিলবার্ট এবং চ্যাড রুডনিক বলেন,  আমাদের জানামতে করোনাভাইরাসের অ্যান্টিবডি নিয়ে শিশু জন্মানোর প্রথম ঘটনা এটি।  আমরা শিশুটির নাড়ি পরীক্ষা করে দেখছি যে মায়ের অ্যান্টিবডিই তার দেহে প্রবেশ করেছে কিনা, যেমনটি অন্তঃসত্ত্বা অবস্থায় অন্য ভ্যাকসিন নিলেও আমরা দেখি।
 
তবে শিশুরা মায়ের কাছ থেকে পাওয়া এই অ্যান্টিবডির কারণে করোনা থেকে সুরক্ষা পাবে কিনা তা নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকরা।
 
অবশ্য গত সপ্তাহে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কয়েকজন প্রসূতির ওপর গবেষণার ভিত্তিতে দাবি করেছে, মায়ের কাছ থেকে শিশু করোনাভাইরাসের অ্যান্টিবডি পায় এবং সেটি তাকে যথেষ্ট সুরক্ষা দিতে পারে।
 
সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

পদ্মা সেতু এলাকায় বসছে সোলার প্যানেল, ২৩ কোটি টাকার কাজ পেল ওমেরা

পাকিস্তানের জাতীয় সংগীতের সময় বাজল উৎসবের গান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত