Ajker Patrika

করোনায় মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে

জবি প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০: ২২
করোনায় মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ। এ কারণে শিক্ষাবিমুখ হয়ে আছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন অনলাইনে ক্লাস হলেও হয়নি পরীক্ষা। সেশনজটসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই অবস্থায় শিক্ষকদের উচিৎ তাঁদের পাশে দাঁড়ানো।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি ওয়েবিনারে এ কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদ ‘কোভিড-১৯: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন’ বিষয়ক শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জবি উপাচার্য। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রথম বক্তা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার ভাবনা এবং করণীয় বিষয়ে আলোচনা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের সহকারী পরিচালক ও মনোবিজ্ঞানী ইফরাত জামান করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, এই কঠিন সময়ে আবদ্ধ অবস্থায় দিন পার করছে শিক্ষার্থীরা। সময় পার করতে শিক্ষার্থীরা অনলাইনে আসক্ত হয়ে যাচ্ছে। একটুতেই অস্বাভাবিক আচারণ করে বসছে। এটা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণেই ঘটছে। এ থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে সচেতন হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক বুশরা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা ওয়েবিনারে যুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠল, হাসপাতালে ভর্তি

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, স্ক্রিনশট দিয়ে ব্যানার কলেজ গেটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত