হিমোফিলিয়া বি নামে রক্তপাতের বিরল রোগের চিকিৎসায় ফাইজারের জিন থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এই রোগের চিকিৎসায় নিয়মিত রক্ত জমাট বাঁধার প্রোটিন শরীরে সঞ্চালন করতে হয়। থেরাপির ফলে শরীর নিজে থেকেই সেই প্রোটিন তৈরি করবে।
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জিনে একটি ত্রুটি থাকে, যার কারণে রক্ত জমাট বাঁধায় এমন প্রোটিনের উৎপাদন বাধাগ্রস্ত হয়। ফলে আঘাত পেলে বা অস্ত্রোপচারের সময় রক্তপাত শুরু হলে তা আর থামতে চায় না। পুরুষেরা সাধারণত এ রোগে বেশি আক্রান্ত হয়।
ফাইজারের বেকভেজ নামের এই এককালীন থেরাপিতে সপ্তাহে বা মাসে একাধিকবার শিরার মাধ্যমে ফ্যাক্টর আইএক্স দেওয়ার পরিবর্তে রোগীর দেহে এই প্রোটিন উৎপাদনে উৎসাহিত করা হয়। সংস্থার এক মুখপাত্র বলেছেন, বছরের এই প্রান্তিকেই চিকিৎসকের পরামর্শের মাধ্যমে উপযুক্ত রোগীকে এই থেরাপি দেওয়া যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফাইজার যুক্তরাষ্ট্রের জন্য বেকভেজের তালিকামূল্য হিসেবে ৩৫ লাখ ডলার নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারক সিএসএল লিমিটেড প্রতিদ্বন্দ্বী জিন থেরাপি হেমজেনিক্সের জন্য একই মূল্য নির্ধারণ করেছে।
জিন থেরাপিগুলো প্রায়ই খুব ব্য়য়বহুল হয় এবং চিকিৎসায় এর এককালীন ডোজের স্থায়িত্ব নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। উচ্চ ব্যয়, সরঞ্জামের সংকট এবং সম্ভাব্য চিকিৎসার অগ্রগতির সম্ভাবনা না থাকায় এখন পর্যন্ত হিমোফিলিয়ার জন্য প্রথম জিন থেরাপি তেমন সফলতার মুখ দেখতে পায়নি।
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের হিমোফিলিয়া এবং থ্রোম্বোসিস সেন্টারের পরিচালক নাইজেল কী বলেন, ‘রোগী বর্তমান চিকিৎসা নিয়ে কতটা সন্তুষ্ট এর ওপর নির্ভর করে জিন থেরাপির চাহিদা। কেউ নতুন চিকিৎসায় ডুব দিতে চায় কিনা এর ওপরও এর চাহিদা নির্ভর করে, যা অনেকেই করে না।’
ফাইজারের থেরাপির একটি একক ডোজ এক বছর পর পর স্ট্যান্ডার্ড–অব–কেয়ার প্রোটিন ইনফিউশনের মত কাজ করতে দেখা গেছে। ইনফিউশন বা শিরার মাধ্যমে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে ২৯ শতাংশ রোগীর রক্তপাত নিয়ন্ত্রণ করা যায়, যেখানে থেরাপির মাধ্যমে ৬০ শতাংশ রোগীর রক্তপাত সম্পূর্ণরূপে নির্মূল করা গেছে।
ফাইজার জানিয়েছে, তারা ১৫ বছর ধরে চিকিৎসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
সরকারি তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখ পুরুষের মধ্যে চারজন হিমোফিলিয়া বি তে আক্রান্ত এবং এর সম্পর্কিত আরেকটি ব্যাধি হিমোফিলিয়া এ তে আক্রান্ত প্রতি এক লাখের মধ্যে ১২ জন পুরুষ।
হিমোফিলিয়া বি নামে রক্তপাতের বিরল রোগের চিকিৎসায় ফাইজারের জিন থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এই রোগের চিকিৎসায় নিয়মিত রক্ত জমাট বাঁধার প্রোটিন শরীরে সঞ্চালন করতে হয়। থেরাপির ফলে শরীর নিজে থেকেই সেই প্রোটিন তৈরি করবে।
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জিনে একটি ত্রুটি থাকে, যার কারণে রক্ত জমাট বাঁধায় এমন প্রোটিনের উৎপাদন বাধাগ্রস্ত হয়। ফলে আঘাত পেলে বা অস্ত্রোপচারের সময় রক্তপাত শুরু হলে তা আর থামতে চায় না। পুরুষেরা সাধারণত এ রোগে বেশি আক্রান্ত হয়।
ফাইজারের বেকভেজ নামের এই এককালীন থেরাপিতে সপ্তাহে বা মাসে একাধিকবার শিরার মাধ্যমে ফ্যাক্টর আইএক্স দেওয়ার পরিবর্তে রোগীর দেহে এই প্রোটিন উৎপাদনে উৎসাহিত করা হয়। সংস্থার এক মুখপাত্র বলেছেন, বছরের এই প্রান্তিকেই চিকিৎসকের পরামর্শের মাধ্যমে উপযুক্ত রোগীকে এই থেরাপি দেওয়া যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফাইজার যুক্তরাষ্ট্রের জন্য বেকভেজের তালিকামূল্য হিসেবে ৩৫ লাখ ডলার নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারক সিএসএল লিমিটেড প্রতিদ্বন্দ্বী জিন থেরাপি হেমজেনিক্সের জন্য একই মূল্য নির্ধারণ করেছে।
জিন থেরাপিগুলো প্রায়ই খুব ব্য়য়বহুল হয় এবং চিকিৎসায় এর এককালীন ডোজের স্থায়িত্ব নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। উচ্চ ব্যয়, সরঞ্জামের সংকট এবং সম্ভাব্য চিকিৎসার অগ্রগতির সম্ভাবনা না থাকায় এখন পর্যন্ত হিমোফিলিয়ার জন্য প্রথম জিন থেরাপি তেমন সফলতার মুখ দেখতে পায়নি।
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের হিমোফিলিয়া এবং থ্রোম্বোসিস সেন্টারের পরিচালক নাইজেল কী বলেন, ‘রোগী বর্তমান চিকিৎসা নিয়ে কতটা সন্তুষ্ট এর ওপর নির্ভর করে জিন থেরাপির চাহিদা। কেউ নতুন চিকিৎসায় ডুব দিতে চায় কিনা এর ওপরও এর চাহিদা নির্ভর করে, যা অনেকেই করে না।’
ফাইজারের থেরাপির একটি একক ডোজ এক বছর পর পর স্ট্যান্ডার্ড–অব–কেয়ার প্রোটিন ইনফিউশনের মত কাজ করতে দেখা গেছে। ইনফিউশন বা শিরার মাধ্যমে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে ২৯ শতাংশ রোগীর রক্তপাত নিয়ন্ত্রণ করা যায়, যেখানে থেরাপির মাধ্যমে ৬০ শতাংশ রোগীর রক্তপাত সম্পূর্ণরূপে নির্মূল করা গেছে।
ফাইজার জানিয়েছে, তারা ১৫ বছর ধরে চিকিৎসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
সরকারি তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখ পুরুষের মধ্যে চারজন হিমোফিলিয়া বি তে আক্রান্ত এবং এর সম্পর্কিত আরেকটি ব্যাধি হিমোফিলিয়া এ তে আক্রান্ত প্রতি এক লাখের মধ্যে ১২ জন পুরুষ।
গর্ভধারণের আগে দক্ষিণ এশিয়ার বিবাহিত নারীদের মধ্যে অপুষ্টির সমস্যা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এ-সংক্রান্ত একটি বিশ্লেষণে আরও দেখা গেছে, এই অঞ্চলে নারীদের স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাটা বড় সমস্যা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে বেশি ওজন একটি সমস্যা হিসেবে আবির্ভূত
৩ দিন আগেডায়াবেটিস ও ওজন কমানোর চিকিৎসায় বহুল ব্যবহৃত ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড। তবে এই ওষুধটির ভিন্ন ব্যবহারও আবিষ্কার করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। তাঁরা বলেছে, যারা লিভার তথা যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্যও এই ওষুধটি বেশ কার্যকর হতে পারে।
৩ দিন আগে‘ডিজিটাল অন্তরঙ্গতা বাস্তব জীবনের প্রতি আগ্রহ নষ্ট করে। তাই শিশুরা যখন গেম খেলে অথবা জীবনসঙ্গীরা যখন গেমে মগ্ন হয়, তারা প্রকৃত ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হারায়। শিশুরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা, গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা ও সংযুক্তির প্রয়োজন মেটানোর আগ্রহ হারিয়ে ফেলে; যা তাদের ও মা-বাবার মধ্যকার...
৩ দিন আগেকখনো কখনো তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, আলো ও শব্দে অসহ্য যন্ত্রণা; এসবের কারণে কাজের জায়গা তো বটেই, ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। এসবই মাইগ্রেন নামের এক নীরব শত্রুর কাজ। অনেকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মাইগ্রেনকে সাধারণ মাথাব্যথা ভেবে অবহেলা করেন। অথচ সময়মতো চিকিৎসা নিলে...
৩ দিন আগে