Ajker Patrika

বিরল বার্ড ফ্লুতে ‘বিশ্বের প্রথম মৃত্যু’ চীনা নারীর

বিরল বার্ড ফ্লুতে ‘বিশ্বের প্রথম মৃত্যু’ চীনা নারীর

মানবদেহে বিরল এক ধরনের বার্ড ফ্লুতে বিশ্বে প্রথমবারের মতো চীনা এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এটা মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার আলামত মেলেনি বলে রয়টার্স জানিয়েছে।

আজ বুধবার ডব্লিউএইচওর এক বিবৃতিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থাটি বলেছে, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত ৫৬ বছর বয়সী ওই নারী চীনের দক্ষিণাঞ্চল গুয়াংদংয়ের বাসিন্দা। তিনি ‘এইচ৩এন৮’ নামের এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তৃতীয় ব্যক্তি।

ওই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি গুয়াংদংয় প্রদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়া তিনজনই চীনের নাগরিক। তাঁদের মধ্য প্রথম দুজন গত বছর আক্রান্ত হয়েছিলেন।

চীনে মানুষের বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। তবে এভিয়ান ফ্লু বিভিন্ন পশুপাখির খামার ও বন্য পাখিদের দলে প্রায়ই দেখা দেয়।

ডব্লিউএইচও জানিয়েছে, ওই রোগীর অন্যান্য রোগও ছিল। তিনি বিভিন্ন পশুপাখির বাজারেও গিয়েছিলেন। বাজার থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। এর আগে ওই বাজার থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেখানে এ (এইচ-৩) ইনফ্লুয়েঞ্জা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এখান থেকেই ওই নারী সংক্রমিত হয়েছেন।

এইচ৩এন৮ দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এটি প্রায় সব পাখিদের শরীরেই থাকে। তবে তাঁরা এর দ্বারা সংক্রমিত হয়না। এই ইনফ্লুয়েঞ্জা অন্যান্য স্তন্যপায়ীদেরও সংক্রমণ করেছে।

ডব্লিউএইচও আরও জানায়, মারা যাওয়া ওই নারীর কোনো আত্মীয়স্বজনদের মধ্য এই ইনফ্লুয়েঞ্জার কোনো লক্ষণ দেখা দেয়নি। এই ফ্লু মানুষের মধ্য ব্যাপকভাবে ছড়ানোর ক্ষমতা নেই। তাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই ফ্লু ছড়ানোর আশঙ্কাও নেই। তবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধাঁচ পরীক্ষা করে দেখা গেছে এই ভাইরাস পরিবর্তিত হয়ে বিশ্বে ব্যাপকভাবে ছড়াতে পারে যেকোনো সময়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত