Ajker Patrika

ছোট্ট কাঁধে বোঝা কমান

উম্মে শায়লা রুমকী
ছোট্ট কাঁধে বোঝা কমান

আজকাল প্রায় প্রতিটি স্কুলে বইয়ের সংখ্যা বেড়েছে। মায়েদের দাবির মুখে স্কুল কর্তৃপক্ষ বেশি বেশি বাড়ির কাজ, শ্রেণির কাজ, ইংরেজি, বিজ্ঞান-সব বিষয়ে পণ্ডিত করার যুদ্ধে নেমেছে।

শিক্ষক আর অভিভাবকদের এই যুদ্ধ-যুদ্ধ খেলায় মূলত সমস্যায় পড়ছে আমাদের সন্তানেরা। ছোট ছোট শিশু ভারী স্কুলব্যাগ নিয়ে তিনতলা, চারতলার সিঁড়ি বেয়ে ক্লাস করছে। অনেকেই স্কুলব্যাগ সমানভাবে দুপাশে না নিয়ে কাঁধের একপাশে ঝুলিয়ে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ কেউ একপাশে ব্যাগ নেওয়াটা স্মার্টনেসও মনে করে।

দীর্ঘদিন এভাবে কাঁধে ব্যাগ নেওয়ার কারণে মাংসপেশি স্পজম বা শক্ত হয়ে যায়। ফলে রক্ত চলাচল ব্যাহত হয়ে ব্যথার সৃষ্টি হয়। একদিকে ভারী ব্যাগ ব্যবহারের ফলে দুই কাঁধে ভারসাম্য বা ব্যালান্সের ঘাটতি হয়। সে জন্য মেরুদণ্ডের এলাইনমেন্ট সরে যায় এবং ঘাড়, কোমরসহ অন্যান্য জয়েন্টে চাপের মাত্রা বেড়ে যায়। ফলে শিশুরা অন্যান্য জয়েন্টেও 
ব্যথা বোধ করে। 

যতটুকু ওজন
আমেরিকান শিশু একাডেমি ব্যাগপ্যাক নেওয়ার ক্ষেত্রে শিশুদের শরীরের ওজনের ১০ থেকে ১৫ শতাংশ নেওয়ার কথা বলছে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার শিশুর ওজন যদি হয় ৪০ কেজি, তাহলে ব্যাগের ওজন হবে ৪ থেকে ৫ কেজি। দুই কাঁধে সমানভাবে ওজন ভাগ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ব্যাগের ভারে শিশু ঝুঁকে না যায়।

ব্যথা হলে যা করবেন 
কাঁধের মাংসপেশিতে বরফ সেঁক দিতে পারেন। কিছু থেরাপিউটিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা কমানো যায়, তাই একজন বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। শিশুদের ফিটনেসের জন্য ফুটবল, ভলিবল, টেনিস, তায়কোয়ান্দো ইত্যাদি খেলার সুযোগ করে দিতে হবে। ফ্রোজেন ফুডের পরিবর্তে পুষ্টিকর, তাজা, সবুজ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।

স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব
শিশুদের সুস্থ থাকার ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা সবচেয়ে বেশি। বাড়িতে অতিরিক্ত কাজ না দিয়ে ক্লাসেই পড়াশোনা এগিয়ে নেওয়া যেতে পারে। ক্লাস ওয়ার্কের নোটবুক স্কুলে রাখার ব্যবস্থা করা যেতে পারে। রুটিন অনুযায়ী বই নেওয়াকে উৎসাহিত করতে হবে।অতিরিক্ত বই বা রুটিনের বাইরে বই বহন করা শিশুদের জন্য কঠিন। বেশি বেশি গ্রুপ ওয়ার্ক বা দলীয়ভাবে স্কুলে পাঠদানের ব্যবস্থা করলে বইয়ের চাপ অনেকটাই কমানো সম্ভব। সবকিছুর আগে দরকার সচেতন হওয়া। অতিরিক্ত বইয়ের চাপ আমাদের সন্তানদের কাঁধে না তুলে দেওয়াই মঙ্গল।

লেখক: ফিজিওথেরাপি পরামর্শক, পিটিআরসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত