জাকিয়া নাজনীন
অন্ত্র ভালো থাকলে সুস্বাস্থ্য ধরে রাখা সম্ভব। অন্ত্র ভালো রাখার জন্য প্রথমে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। অন্ত্র ভালো রাখতে ফারমেন্টেড খাবারের জুড়ি নেই। দই আমাদের দেশে সহজলভ্য ফারমেন্টেড খাবার। তবে সবজিও ফারমেন্টেড করা যায়।
কেন খাবেন
প্রতিদিন জাঙ্কফুড খাওয়া, ঠিক সময়ে খাবার না খাওয়া, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে নিয়মিত ওষুধ খাওয়া ইত্যাদি কারণে অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ছে।
অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া খাবার হজমে, খাদ্য থেকে পুষ্টিগুণ শোষণে ও কিছু ভিটামিন তৈরিতে সহায়তা করে। শরীরে ভিটামিনের জোগান দিতে ফারমেন্টেড খাবারগুলো ভীষণভাবে সাহায্য করে। শরীরের প্রয়োজনীয় ভিটামিনগুলোর মধ্যে রয়েছে ভিটামিন বি, ই, সি, কে ও ফলিক অ্যাসিড। এগুলো ফারমেন্টেড খাবারে পাওয়া যায়।
ফারমেন্টেড সবজি
সাধারণ ফারমেন্টেড খাবারের মধ্যে দই অন্যতম। কিন্তু দুধে চর্বি থাকে বলে দই বানানোর পরও সেটা রয়ে যায়। ফলে যেকোনো শারীরিক অবস্থা বা অসুস্থতার জন্য দই খাওয়া ভালো নয়। সে ক্ষেত্রে এমন ফারমেন্টেড খাবারের উৎস খুঁজতে হবে, যা যেকোনো সমস্যার ক্ষেত্রে যেকোনো মানুষ খেতে পারবে। অনেক আগে থেকেই কোরিয়ায় মূল খাবারের সঙ্গে থাকে ফারমেন্টেড ভেজিটেবল। এটা সবাই যেকোনো অবস্থায় খেতে পারে। এর খরচও কম। ফারমেন্টেশন করা যায় যেকোনো সবজি দিয়ে। সব সবজিতেই প্রচুর মিনারেল থাকে।
এসবের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর হচ্ছে–ফারমেন্টেড বাঁধাকপি।
প্রস্তুত প্রণালি
লবণ পানির মাধ্যমে ফারমেন্টেশন করা হয়। সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। প্রথমে সবজি কুচিয়ে নিয়ে পরিমাণমতো সৈন্ধব লবণ মাখিয়ে নিন। এরপর কাচের জারে কুচিয়ে রাখা সবজিগুলো চেপে চেপে বসিয়ে দিন,যাতে বাতাস না থাকে।
খেয়াল রাখতে হবে জারের ওপরের দিকে যেন দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে। এরপর ওপরে পরিষ্কার একটা পাথর রাখা যেতে পারে। এরপর পানি দিন। পাথর থাকলে সবজি ওপরে উঠে যাবে না। এভাবে জারটি ঠান্ডা জায়গায় দুই সপ্তাহ রাখতে হবে।
ফার্মেন্টেড প্রক্রিয়া শুরু হলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে বাবল তৈরি হবে।
ফারমেন্টেশনে ক্লোরিন সমস্যা তৈরি করে। তাই স্বাভাবিক পানি না ঢেলে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া পানি ব্যবহার করুন। ফারমেন্টেড সবজি দিয়ে সালাদ বানানো যাবে। তবে এমনি খেলেই বেশি উপকার পাওয়া যায়।
লেখক: নিউট্রিশনিস্ট ও হোলিস্টিক লাইফস্টাইল মোডিফায়ার।
অন্ত্র ভালো থাকলে সুস্বাস্থ্য ধরে রাখা সম্ভব। অন্ত্র ভালো রাখার জন্য প্রথমে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। অন্ত্র ভালো রাখতে ফারমেন্টেড খাবারের জুড়ি নেই। দই আমাদের দেশে সহজলভ্য ফারমেন্টেড খাবার। তবে সবজিও ফারমেন্টেড করা যায়।
কেন খাবেন
প্রতিদিন জাঙ্কফুড খাওয়া, ঠিক সময়ে খাবার না খাওয়া, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে নিয়মিত ওষুধ খাওয়া ইত্যাদি কারণে অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ছে।
অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া খাবার হজমে, খাদ্য থেকে পুষ্টিগুণ শোষণে ও কিছু ভিটামিন তৈরিতে সহায়তা করে। শরীরে ভিটামিনের জোগান দিতে ফারমেন্টেড খাবারগুলো ভীষণভাবে সাহায্য করে। শরীরের প্রয়োজনীয় ভিটামিনগুলোর মধ্যে রয়েছে ভিটামিন বি, ই, সি, কে ও ফলিক অ্যাসিড। এগুলো ফারমেন্টেড খাবারে পাওয়া যায়।
ফারমেন্টেড সবজি
সাধারণ ফারমেন্টেড খাবারের মধ্যে দই অন্যতম। কিন্তু দুধে চর্বি থাকে বলে দই বানানোর পরও সেটা রয়ে যায়। ফলে যেকোনো শারীরিক অবস্থা বা অসুস্থতার জন্য দই খাওয়া ভালো নয়। সে ক্ষেত্রে এমন ফারমেন্টেড খাবারের উৎস খুঁজতে হবে, যা যেকোনো সমস্যার ক্ষেত্রে যেকোনো মানুষ খেতে পারবে। অনেক আগে থেকেই কোরিয়ায় মূল খাবারের সঙ্গে থাকে ফারমেন্টেড ভেজিটেবল। এটা সবাই যেকোনো অবস্থায় খেতে পারে। এর খরচও কম। ফারমেন্টেশন করা যায় যেকোনো সবজি দিয়ে। সব সবজিতেই প্রচুর মিনারেল থাকে।
এসবের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর হচ্ছে–ফারমেন্টেড বাঁধাকপি।
প্রস্তুত প্রণালি
লবণ পানির মাধ্যমে ফারমেন্টেশন করা হয়। সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। প্রথমে সবজি কুচিয়ে নিয়ে পরিমাণমতো সৈন্ধব লবণ মাখিয়ে নিন। এরপর কাচের জারে কুচিয়ে রাখা সবজিগুলো চেপে চেপে বসিয়ে দিন,যাতে বাতাস না থাকে।
খেয়াল রাখতে হবে জারের ওপরের দিকে যেন দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে। এরপর ওপরে পরিষ্কার একটা পাথর রাখা যেতে পারে। এরপর পানি দিন। পাথর থাকলে সবজি ওপরে উঠে যাবে না। এভাবে জারটি ঠান্ডা জায়গায় দুই সপ্তাহ রাখতে হবে।
ফার্মেন্টেড প্রক্রিয়া শুরু হলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে বাবল তৈরি হবে।
ফারমেন্টেশনে ক্লোরিন সমস্যা তৈরি করে। তাই স্বাভাবিক পানি না ঢেলে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া পানি ব্যবহার করুন। ফারমেন্টেড সবজি দিয়ে সালাদ বানানো যাবে। তবে এমনি খেলেই বেশি উপকার পাওয়া যায়।
লেখক: নিউট্রিশনিস্ট ও হোলিস্টিক লাইফস্টাইল মোডিফায়ার।
বাণিজ্যিক মুরগির খামারের ওপর পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষা থেকে দেখা গেছে, মুরগির ওপর ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এই খাতে অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে, বিশেষ করে মাংসের জন্য পালিত মুরগির মধ্যে।
৩ ঘণ্টা আগেআগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে শিশুদের জন্য বিনা মূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচি নিয়েছে। এই টিকাদান কার্যক্রমের জন্য ১ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
১৭ ঘণ্টা আগেঅনেক বছর ধরে স্থূলতাকে একক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। কারণ এটি শুধু ডায়াবেটিস, হৃদ্রোগ, স্ট্রোক কিংবা কিছু ক্যানসারের ঝুঁকি বাড়ায় না, স্থূলতা নিজেও এমন একটি স্বতন্ত্র স্বাস্থ্য সমস্যা, যার আলাদাভাবে চিকিৎসা প্রয়োজন।
১ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে