বিপদ দেখলে উটপাখি কি বালিতে মাথা গুঁজে
সমস্যা বা সংকট মোকাবিলার চেষ্টা না করে কেউ এড়িয়ে যেতে চাইলে তাকে উটপাখির সঙ্গে তুলনা করা হয়। কারণ, বিপদ এড়াতে উটপাখি নাকি বালুতে মুখ গোঁজে। এমন ধারণা সাহিত্যে, বিজ্ঞাপনে, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কিন্তু আসলেই কি উটপাখি বালুতে মাথা গুঁজে বিপদ এড়ানোর চেষ্টা করে?