ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ সাফল্যকে কেন্দ্র করে ফেসবুকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ভালো খেলেছেন। তিনি তাঁদের ২০ লাখ টাকা দেবেন।
১৭ ডিসেম্বর মোহাম্মদ আবু বকর নামের ফেসবুক পেজ থেকে দেওয়া এমন এক পোস্টে আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে কমেন্ট পড়েছে প্রায় ১৮০টি। এসব কমেন্টে নেটিজেনরা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়ার পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য কোনো অর্থ পুরস্কার ঘোষণা দেননি।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, অন্তত ১৭ ডিসেম্বর থেকে নাজমুল হাসান পাপনের ঘোষণা দাবিতে প্রচারিত মন্তব্যটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়। তবে ওই দিন বিসিবি সভাপতি পাপনের এমন কোনো ঘোষণার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
বরং সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল শেষে ১৮ ডিসেম্বর বিকেলে দেশে ফিরেন যুবারা। বিসিবি সূত্রে সংবাদমাধ্যমগুলো জানায়, তাঁদের নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিনার করবেন।
এ নিয়ে আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখুন
পরে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নিয়ে ডিনারের আয়োজন করেন নাজমুল হাসান পাপন। ডিনার শেষে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। এ সময় যুবাদের বোনাস দেওয়া নিয়ে পাপন বলেন, ‘ওরা মাত্র খেলা শুরু করেছে। শিখছে। এ সময়ে ওদের মাথায় টাকাপয়সা আসা উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।’
সাংবাদিকদের সঙ্গে নাজমুল হাসান পাপনের এ কথোপকথন ফেসবুকে লাইভও প্রচার করে আজকের পত্রিকা। এই লাইভেও যুবাদের জন্য পাপনের অর্থ পুরস্কার ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি।
উপরোক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট যে নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য ২০ লাখ টাকা বা কোনো আর্থিক পুরস্কার ঘোষণা দেননি।
সিদ্ধান্ত
১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশি যুবাদের এ অর্জনকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে, নাজমুল হাসান পাপন এমন কোনো ঘোষণা দেননি।
সম্প্রতি আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ সাফল্যকে কেন্দ্র করে ফেসবুকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ভালো খেলেছেন। তিনি তাঁদের ২০ লাখ টাকা দেবেন।
১৭ ডিসেম্বর মোহাম্মদ আবু বকর নামের ফেসবুক পেজ থেকে দেওয়া এমন এক পোস্টে আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে কমেন্ট পড়েছে প্রায় ১৮০টি। এসব কমেন্টে নেটিজেনরা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়ার পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য কোনো অর্থ পুরস্কার ঘোষণা দেননি।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, অন্তত ১৭ ডিসেম্বর থেকে নাজমুল হাসান পাপনের ঘোষণা দাবিতে প্রচারিত মন্তব্যটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়। তবে ওই দিন বিসিবি সভাপতি পাপনের এমন কোনো ঘোষণার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
বরং সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল শেষে ১৮ ডিসেম্বর বিকেলে দেশে ফিরেন যুবারা। বিসিবি সূত্রে সংবাদমাধ্যমগুলো জানায়, তাঁদের নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিনার করবেন।
এ নিয়ে আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখুন
পরে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নিয়ে ডিনারের আয়োজন করেন নাজমুল হাসান পাপন। ডিনার শেষে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। এ সময় যুবাদের বোনাস দেওয়া নিয়ে পাপন বলেন, ‘ওরা মাত্র খেলা শুরু করেছে। শিখছে। এ সময়ে ওদের মাথায় টাকাপয়সা আসা উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।’
সাংবাদিকদের সঙ্গে নাজমুল হাসান পাপনের এ কথোপকথন ফেসবুকে লাইভও প্রচার করে আজকের পত্রিকা। এই লাইভেও যুবাদের জন্য পাপনের অর্থ পুরস্কার ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি।
উপরোক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট যে নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য ২০ লাখ টাকা বা কোনো আর্থিক পুরস্কার ঘোষণা দেননি।
সিদ্ধান্ত
১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশি যুবাদের এ অর্জনকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে, নাজমুল হাসান পাপন এমন কোনো ঘোষণা দেননি।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৪ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে