ফ্যাক্টচেক ডেস্ক
২০২৪ সালের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হয়েছে দাবি করে ফেসবুকের প্রচার করা হচ্ছে। ‘any time খেলার খবর’ নামের প্রায় ৫৪ হাজার ফলোয়ারের ফেসবুক পেজে গত বুধবার (৬ ডিসেম্বর) এমন একটি পোস্ট দেওয়া হয়। তাতে দাবি করা হয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ, আর সবচেয়ে সহজ গ্রুপে শ্রীলঙ্কা।
ওই পোস্টের দাবি অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ এ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ওমান। ডি গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, নেদাল্যান্ডস, স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও উগান্ডা। বি ও সি নামে আরও দুটি গ্রুপের কথা সেখানে উল্লেখ করা হয়।
এই পোস্টে সাড়ে পাঁচশোর বেশি রিয়েকশন পড়েছে। এসব কমেন্ট পড়েছে প্রায় দেড় শ। অধিকাংশ নেটিজেন পোস্টটির সমর্থনে মন্তব্য করেছেন। অন্যান্য পোস্টে শতাধিক কমেন্ট পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তথ্যটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিয়ে সবশেষ হালনাগাদ পাওয়া যায় গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে। এতে ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর উন্মোচিত লোগো ও লোগোর ডিজাইন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এ প্রতিবেদনে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খোঁজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত হওয়া নিয়ে ওয়েবসাইটটিতে গত ২৯ নভেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ বিশ্বকাপ ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আলাদা হবে। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগে দলগুলোকে দুই ধাপে খেলে আসতে হবে। প্রথম ধাপে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই চারটি গ্রুপ থেকে দুটি করে শীর্ষ আট দল নিয়ে দুটি গ্রুপে হবে সুপার এইট পর্ব। এই দুই গ্রুপের শীর্ষ চার দল যাবে নক আউট তথা সেমিফাইনালে। এ প্রতিবেদন থেকেও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইসিসির ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্সসহ অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্বভাবতই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হলে সংস্থাটি তা নিয়ে হালনাগাদ তথ্য দিত।
এছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলো ঘুরেও দেখা যায়, পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে ফেসবুকে প্রচারিত তথ্যটির ভিত্তি নেই।
সিদ্ধান্ত
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে টি-টোয়েন্টি সংস্করণে দলের হিসাবে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। ২০ দলের ৫৫ ম্যাচের টুর্নামেন্ট আগে কখনো হয়নি কোনো সংস্করণে। কিছুদিন আগে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডার জয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত ২০ দল নিশ্চিত হয়েছে। সম্প্রতি ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছে। তবে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও চূড়ান্ত হয়নি। এ বিশ্বকাপের একটি গ্রুপ বিন্যাস ফেসবুকে নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হয়েছে।
২০২৪ সালের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হয়েছে দাবি করে ফেসবুকের প্রচার করা হচ্ছে। ‘any time খেলার খবর’ নামের প্রায় ৫৪ হাজার ফলোয়ারের ফেসবুক পেজে গত বুধবার (৬ ডিসেম্বর) এমন একটি পোস্ট দেওয়া হয়। তাতে দাবি করা হয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ, আর সবচেয়ে সহজ গ্রুপে শ্রীলঙ্কা।
ওই পোস্টের দাবি অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ এ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ওমান। ডি গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, নেদাল্যান্ডস, স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও উগান্ডা। বি ও সি নামে আরও দুটি গ্রুপের কথা সেখানে উল্লেখ করা হয়।
এই পোস্টে সাড়ে পাঁচশোর বেশি রিয়েকশন পড়েছে। এসব কমেন্ট পড়েছে প্রায় দেড় শ। অধিকাংশ নেটিজেন পোস্টটির সমর্থনে মন্তব্য করেছেন। অন্যান্য পোস্টে শতাধিক কমেন্ট পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তথ্যটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিয়ে সবশেষ হালনাগাদ পাওয়া যায় গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে। এতে ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর উন্মোচিত লোগো ও লোগোর ডিজাইন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এ প্রতিবেদনে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খোঁজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত হওয়া নিয়ে ওয়েবসাইটটিতে গত ২৯ নভেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ বিশ্বকাপ ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আলাদা হবে। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগে দলগুলোকে দুই ধাপে খেলে আসতে হবে। প্রথম ধাপে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই চারটি গ্রুপ থেকে দুটি করে শীর্ষ আট দল নিয়ে দুটি গ্রুপে হবে সুপার এইট পর্ব। এই দুই গ্রুপের শীর্ষ চার দল যাবে নক আউট তথা সেমিফাইনালে। এ প্রতিবেদন থেকেও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইসিসির ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্সসহ অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্বভাবতই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হলে সংস্থাটি তা নিয়ে হালনাগাদ তথ্য দিত।
এছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলো ঘুরেও দেখা যায়, পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে ফেসবুকে প্রচারিত তথ্যটির ভিত্তি নেই।
সিদ্ধান্ত
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে টি-টোয়েন্টি সংস্করণে দলের হিসাবে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। ২০ দলের ৫৫ ম্যাচের টুর্নামেন্ট আগে কখনো হয়নি কোনো সংস্করণে। কিছুদিন আগে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডার জয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত ২০ দল নিশ্চিত হয়েছে। সম্প্রতি ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছে। তবে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও চূড়ান্ত হয়নি। এ বিশ্বকাপের একটি গ্রুপ বিন্যাস ফেসবুকে নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হয়েছে।
ভিডিওতে আধাপাকা ঘরের ভেতরে একজন বয়স্ক ব্যক্তির গলায় জুতার মালা ঝুলতে দেখা যায়। সেই ব্যক্তির পরনে জুব্বা ও মাথায় টুপি। মুখে পাকা দাড়ি। পাশেই আরেকজন সাদা পাঞ্জাবি-লুঙ্গি পরা মাঝ বয়সী ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটির শেষ দিকে গ্রাম পুলিশের শার্ট সদৃশ জামা ও লুঙ্গি পরে এক ব্যক্তিকে জুতার...
১০ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে সেনাবাহিনীর একজন মেজরের যৌন নিপীড়নের শিকার হয়েছেন—এই দাবিতে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডনের নামে পেপার কাটিংয়ের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ এবং এক্স অ্যাকাউটেও পোস্ট করা হয়েছে
১ দিন আগেঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠের ফেসবুক পেজে গতকাল শুক্রবার (২ মে) রাত ৯টায় প্রকাশিত ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পার্বত্য চট্টগ্রামে এরা কারা; কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।’
২ দিন আগেএক ব্যক্তি ঘরের মধ্যে এক নারীকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি পাকা ঘরের মধ্যে নারীকে ঝাড়ু দিয়ে সজোরে আঘাত করছেন এক লোক। আর ওই নারী ব্যথার চোটে মেঝেতে বসে পড়েছেন।
৩ দিন আগে