ফ্যাক্টচেক ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ অধিবেশনে গত রোববার (২২ সেপ্টেম্বর) ৯৪টি দেশ এবং সোমবার (২৩ সেপ্টেম্বর) ২৪টি দেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে সমর্থন দিয়েছে দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
গতকাল সোমবার রাতে ‘ব্যারিস্টার জহিরুল ইসলাম (Barrister Johirul Islam)’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে প্রায় ৬শ।
দাবিটি ফেসবুকে সায়মা ওয়াজেদ ঐক্য পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের নামে খোলা ফেসবুক পেজ, সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের ফেসবুক গ্রুপসহ বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে ভাইরাল হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে দাবিটির পক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশি–বিদেশি কোনো সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে সত্যতা পাওয়া যায়নি।
পরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, গত রোববার ও সোমবার (২২–২৩ সেপ্টেম্বর) অধিবেশনের ‘সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক কার্যক্রম চলে। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে এখানে আলোচনা করেন রাষ্ট্র ও সরকার প্রধানেরা। জাতিসংঘের ওয়েবসাইটে ‘সামিট অব দ্য ফিউচার’ সম্পর্কে প্রকাশিত বিভিন্ন সংবাদে খুঁজেও জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ১১৮ দেশের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার পক্ষে এমন স্বীকৃতি এলে তা আওয়ামী লীগের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ব্যাপকভাবে প্রচার করার কথা। আওয়ামী লীগের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও এমন কোনো তথ্য নেই।
বরং আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৯ সেপ্টেম্বর দলটির নেতা–কর্মী, সমর্থকদের জন্য একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, এক্স (সাবেক টুইটার), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকে কোনো দলীয় হালনাগাদ তথ্য এলে তা সংগঠনটির ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে যাচাই করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও ব্যারিস্টার জহিরুল ইসলাম (Barrister Johirul Islam), সায়মা ওয়াজেদ ঐক্য পরিষদ নামের পেজগুলো থেকে ভিত্তিহীন তথ্য, বিকৃত ছবি ব্যবহার করে গুজব ছড়াতে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এর মধ্যে আছে, শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার দাবি, ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের ছবি সম্পাদনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক— নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহর ছবি প্রচার।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, জাতিসংঘ অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ১১৮ দেশের দুই দফায় স্বীকৃতি দেওয়ার দাবিতে ভাইরাল তথ্যটি ভিত্তিহীন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর। আর সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ অধিবেশনে গত রোববার (২২ সেপ্টেম্বর) ৯৪টি দেশ এবং সোমবার (২৩ সেপ্টেম্বর) ২৪টি দেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে সমর্থন দিয়েছে দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
গতকাল সোমবার রাতে ‘ব্যারিস্টার জহিরুল ইসলাম (Barrister Johirul Islam)’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে প্রায় ৬শ।
দাবিটি ফেসবুকে সায়মা ওয়াজেদ ঐক্য পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের নামে খোলা ফেসবুক পেজ, সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের ফেসবুক গ্রুপসহ বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে ভাইরাল হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে দাবিটির পক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশি–বিদেশি কোনো সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে সত্যতা পাওয়া যায়নি।
পরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, গত রোববার ও সোমবার (২২–২৩ সেপ্টেম্বর) অধিবেশনের ‘সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক কার্যক্রম চলে। সাম্প্রতিক সময়ে নানা কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে এখানে আলোচনা করেন রাষ্ট্র ও সরকার প্রধানেরা। জাতিসংঘের ওয়েবসাইটে ‘সামিট অব দ্য ফিউচার’ সম্পর্কে প্রকাশিত বিভিন্ন সংবাদে খুঁজেও জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ১১৮ দেশের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার পক্ষে এমন স্বীকৃতি এলে তা আওয়ামী লীগের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ব্যাপকভাবে প্রচার করার কথা। আওয়ামী লীগের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও এমন কোনো তথ্য নেই।
বরং আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৯ সেপ্টেম্বর দলটির নেতা–কর্মী, সমর্থকদের জন্য একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, এক্স (সাবেক টুইটার), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকে কোনো দলীয় হালনাগাদ তথ্য এলে তা সংগঠনটির ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে যাচাই করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও ব্যারিস্টার জহিরুল ইসলাম (Barrister Johirul Islam), সায়মা ওয়াজেদ ঐক্য পরিষদ নামের পেজগুলো থেকে ভিত্তিহীন তথ্য, বিকৃত ছবি ব্যবহার করে গুজব ছড়াতে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এর মধ্যে আছে, শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার দাবি, ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনের ছবি সম্পাদনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক— নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহর ছবি প্রচার।
এসব তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, জাতিসংঘ অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ১১৮ দেশের দুই দফায় স্বীকৃতি দেওয়ার দাবিতে ভাইরাল তথ্যটি ভিত্তিহীন।
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৬ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে