ফ্যাক্টচেক ডেস্ক
মিরপুরে চলছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। তাঁর ভক্তরাও চেয়েছেন যতো বিতর্কই সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটা দেশের মাঠ থেকেই হোক। সবকিছু প্রস্তুতও ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাঁকে। ফিরতে পারেননি দেশে।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল কয়েক দিন ধরেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, পুলিশ পাহারায় রং–বেরংয়ের প্ল্যাকার্ড হাতে বিশাল এক সমাবেশ সড়ক অবরোধ করে রেখেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা প্রায় ৯ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ছবিটি হাসান কবির নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এ জীবনে সাকিব আল হাসানের কোনো কিছু পাওয়ার আর নেই। একজন ক্রিকেটারের জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে...।’ পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৩০০। শেয়ার হয়েছে অর্ধ শতাধিক।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি উইকিমিডিয়া কমনসের ওয়েবসাইটে পাওয়া যায়। গত ৬ জুলাই ছবিটি ওয়েবসাইটে ‘Rayhan 9 d’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ছবি এটি।একই স্থানে ভিন্ন অবস্থান থেকে তোলা আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটে। গত ৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি রয়েছে। ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির আশপাশের দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে ছবির ক্যাপশন অনুযায়ী, গত ৬ জুলাই তোলা ছবিটি কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে শিক্ষার্থীদের যাত্রার।
প্রসঙ্গত, কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর এই আন্দোলন শুরু হয়। এটি বাতিলের দাবিতে ৬ জুলাই শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির ছবিকেই সাকিবিয়ানদের সমাবেশের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
মিরপুরে চলছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। তাঁর ভক্তরাও চেয়েছেন যতো বিতর্কই সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটা দেশের মাঠ থেকেই হোক। সবকিছু প্রস্তুতও ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাঁকে। ফিরতে পারেননি দেশে।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল কয়েক দিন ধরেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, পুলিশ পাহারায় রং–বেরংয়ের প্ল্যাকার্ড হাতে বিশাল এক সমাবেশ সড়ক অবরোধ করে রেখেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা প্রায় ৯ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ছবিটি হাসান কবির নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এ জীবনে সাকিব আল হাসানের কোনো কিছু পাওয়ার আর নেই। একজন ক্রিকেটারের জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে...।’ পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৩০০। শেয়ার হয়েছে অর্ধ শতাধিক।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি উইকিমিডিয়া কমনসের ওয়েবসাইটে পাওয়া যায়। গত ৬ জুলাই ছবিটি ওয়েবসাইটে ‘Rayhan 9 d’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ছবি এটি।একই স্থানে ভিন্ন অবস্থান থেকে তোলা আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটে। গত ৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি রয়েছে। ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির আশপাশের দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে ছবির ক্যাপশন অনুযায়ী, গত ৬ জুলাই তোলা ছবিটি কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে শিক্ষার্থীদের যাত্রার।
প্রসঙ্গত, কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর এই আন্দোলন শুরু হয়। এটি বাতিলের দাবিতে ৬ জুলাই শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির ছবিকেই সাকিবিয়ানদের সমাবেশের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৩ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে