ফ্যাক্টচেক ডেস্ক
মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনাদাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতেদেখা যাচ্ছে, একজন যুবক একজন নারীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা এক ছোট শিশুকে যুবকটি ঘরে রেখে আসেন। তারপর সেই নারীকে যুবকটি মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নারীটি সজাগ হয়ে গিয়ে যুবককে আঘাত করেন এবং একটি ছোট ছেলেকে নিয়ে তিনি বরফের পথে হাটতে হাটতে চলে যান। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাগ যে কত ভয়ানক। স্বামী স্ত্রীর সামান্য রাগের কারণে তাদের ফুল ফ্যামিলি শেষ। মধ্যপ্রাচের একটি ঘটনা খুবই দুঃখজনক।’
মো. মহসিন মোল্লা (MD Mohasin Mollah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৬ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ বুধবার দুপুর একটা পর্যন্ত ১ হাজার ৬০০ কমেন্ট পড়েছে এবং ভিডিওটি ৫৮ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এসবের কোনো কোনো অ্যাকাউন্ট ভিডিওটিকে ‘নাটিকা’ বলে উল্লেখ কমেন্ট করে। আবার ঘটনাটি সত্য মনে করে কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। রূপালী রয় (Rupali Roy) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যারা বউয়ের গায়ে হাত তোলে তাদের আর কি বলব মানুষ এত খারাপ। ‘এসআই হৃদয় (Si Hridoy) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যে পুরুষরা রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর উপর নির্যাতন করে তারা কাপুরুষ।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে NYN নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। ভিডিওটির টাইটেলে লেখা, ‘ফাতেমার অলৌকিক ভাবে মুক্তির যাযাবর জীবন’।
NYN নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওতে দেখানো যুবক, নারী ও শিশুর পুর্বে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে।
তাছাড়া গত ৩০ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ পাওয়ার পরেও একই ব্যক্তিদের একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে, যার অর্থ প্রকৃতপক্ষে কেউ মারা যান নি।
চ্যানেলটির শুরুর দিকে একইজাতীয় কিছু ভিডিওতেহ্যাশট্যাগে ইরান ফিল্ম লেখা দেখতে পাওয়া যায়, যা প্রমাণ করে এগুলো মূলত ইরানের নাটিকা।
এছাড়া অনুসন্ধানে একই জায়গাসদৃশ স্থানকে ইরানের গ্রাম হিসেবে উল্লেখ হতে একধিক ভিডিওতে (১, ২) দেখা যায়।
সুতরাং, অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী এটা নিশ্চিত যে, ভিডিওটি একটি নাটিকা এবং ধারণা করা যায় ভিডিওটি ইরানের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ধারণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনাদাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতেদেখা যাচ্ছে, একজন যুবক একজন নারীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা এক ছোট শিশুকে যুবকটি ঘরে রেখে আসেন। তারপর সেই নারীকে যুবকটি মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নারীটি সজাগ হয়ে গিয়ে যুবককে আঘাত করেন এবং একটি ছোট ছেলেকে নিয়ে তিনি বরফের পথে হাটতে হাটতে চলে যান। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাগ যে কত ভয়ানক। স্বামী স্ত্রীর সামান্য রাগের কারণে তাদের ফুল ফ্যামিলি শেষ। মধ্যপ্রাচের একটি ঘটনা খুবই দুঃখজনক।’
মো. মহসিন মোল্লা (MD Mohasin Mollah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৬ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ বুধবার দুপুর একটা পর্যন্ত ১ হাজার ৬০০ কমেন্ট পড়েছে এবং ভিডিওটি ৫৮ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এসবের কোনো কোনো অ্যাকাউন্ট ভিডিওটিকে ‘নাটিকা’ বলে উল্লেখ কমেন্ট করে। আবার ঘটনাটি সত্য মনে করে কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। রূপালী রয় (Rupali Roy) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যারা বউয়ের গায়ে হাত তোলে তাদের আর কি বলব মানুষ এত খারাপ। ‘এসআই হৃদয় (Si Hridoy) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যে পুরুষরা রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর উপর নির্যাতন করে তারা কাপুরুষ।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে NYN নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। ভিডিওটির টাইটেলে লেখা, ‘ফাতেমার অলৌকিক ভাবে মুক্তির যাযাবর জীবন’।
NYN নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওতে দেখানো যুবক, নারী ও শিশুর পুর্বে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে।
তাছাড়া গত ৩০ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ পাওয়ার পরেও একই ব্যক্তিদের একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে, যার অর্থ প্রকৃতপক্ষে কেউ মারা যান নি।
চ্যানেলটির শুরুর দিকে একইজাতীয় কিছু ভিডিওতেহ্যাশট্যাগে ইরান ফিল্ম লেখা দেখতে পাওয়া যায়, যা প্রমাণ করে এগুলো মূলত ইরানের নাটিকা।
এছাড়া অনুসন্ধানে একই জায়গাসদৃশ স্থানকে ইরানের গ্রাম হিসেবে উল্লেখ হতে একধিক ভিডিওতে (১, ২) দেখা যায়।
সুতরাং, অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী এটা নিশ্চিত যে, ভিডিওটি একটি নাটিকা এবং ধারণা করা যায় ভিডিওটি ইরানের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ধারণ করা হয়েছে।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৫ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে