ফ্যাক্টচেক ডেস্ক
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের সৌদি প্রো লিগ দল আল নাসরের হয়ে খেলেন। আর ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা খেলেন আল ইতিহাদের হয়ে। এই দুই তারকা ফুটবলারের একটি সেলফি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে একই ধরনের সাদা রঙের টুপি ও টি-শার্ট পরা দেখা যায়। তাঁদের পেছনে একটি খাবার টেবিলের আলাদা প্লেটে খেজুর, অন্যান্য ফলমূল ও গ্লাসে শরবত দেখতে পাওয়া যায়। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর গলায় ‘_ul_0’ নামে লেখা দেখা যায়।
Deezell নামে ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার (১১ মার্চ) ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘RONALDO baban MESSI’। গুগলের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তর করলে এর অর্থ দেখায়, ‘রোনালদো মেসির বাবা।’ (হাউসা ভাষা থেকে অনূদিত) একই ক্যাপশনে ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টটিতে রিয়েকশন পড়েছে ২ লাখ ২০ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৪ হাজার ৫০০। আর পেজটি থেকে ছবিটি ৩ হাজার ৯০০ বার শেয়ার হয়েছে।
এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সত্য ভেবে মন্তব্য করেছেন। ‘ناصر حسين’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, পৃথিবীর সবচেয়ে দামি রোনালদো তোমাকে দেখে খুশি হলাম, ইনশা আল্লাহ।’ (বাংলায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) Sk Sahanur Rahaman লিখেছে, ‘খুব খুব সুন্দর ছবি বন্ধু।’ (বাংলায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘_ul_0’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ ফেব্রুয়ারি করা পোস্টে ছবিটি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পোশাক, পেছনের টেবিল, খাবারের সাদৃশ্য পাওয়া।
‘_ul_0’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়ো অপশনে গিয়ে জানা যায়, এই অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাহায্যে ছবি তৈরি করা হয়। যার মানে ছড়িয়ে পড়া ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা।
পাশাপাশি এই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পোস্ট করা এই জাতীয় আরও অনেক ছবি (১, ২, ৩) দেখতে পাওয়া যায়।
ছবিটি আসলেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি কি না, তা যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাহায্যে তৈরি ছবি শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ওয়েবসাইটে ছবিটি আপলোড করলে তাতে দেখা যায়, এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরির ৯৪ শতাংশ সম্ভাবনা রয়েছে।
সুতরাং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার টুপি ও টি-শার্ট পরিহিত সেলফি ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের সৌদি প্রো লিগ দল আল নাসরের হয়ে খেলেন। আর ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা খেলেন আল ইতিহাদের হয়ে। এই দুই তারকা ফুটবলারের একটি সেলফি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে একই ধরনের সাদা রঙের টুপি ও টি-শার্ট পরা দেখা যায়। তাঁদের পেছনে একটি খাবার টেবিলের আলাদা প্লেটে খেজুর, অন্যান্য ফলমূল ও গ্লাসে শরবত দেখতে পাওয়া যায়। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর গলায় ‘_ul_0’ নামে লেখা দেখা যায়।
Deezell নামে ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার (১১ মার্চ) ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘RONALDO baban MESSI’। গুগলের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তর করলে এর অর্থ দেখায়, ‘রোনালদো মেসির বাবা।’ (হাউসা ভাষা থেকে অনূদিত) একই ক্যাপশনে ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টটিতে রিয়েকশন পড়েছে ২ লাখ ২০ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৪ হাজার ৫০০। আর পেজটি থেকে ছবিটি ৩ হাজার ৯০০ বার শেয়ার হয়েছে।
এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সত্য ভেবে মন্তব্য করেছেন। ‘ناصر حسين’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, পৃথিবীর সবচেয়ে দামি রোনালদো তোমাকে দেখে খুশি হলাম, ইনশা আল্লাহ।’ (বাংলায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) Sk Sahanur Rahaman লিখেছে, ‘খুব খুব সুন্দর ছবি বন্ধু।’ (বাংলায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘_ul_0’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ ফেব্রুয়ারি করা পোস্টে ছবিটি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পোশাক, পেছনের টেবিল, খাবারের সাদৃশ্য পাওয়া।
‘_ul_0’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়ো অপশনে গিয়ে জানা যায়, এই অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাহায্যে ছবি তৈরি করা হয়। যার মানে ছড়িয়ে পড়া ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা।
পাশাপাশি এই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পোস্ট করা এই জাতীয় আরও অনেক ছবি (১, ২, ৩) দেখতে পাওয়া যায়।
ছবিটি আসলেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি কি না, তা যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাহায্যে তৈরি ছবি শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ওয়েবসাইটে ছবিটি আপলোড করলে তাতে দেখা যায়, এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরির ৯৪ শতাংশ সম্ভাবনা রয়েছে।
সুতরাং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার টুপি ও টি-শার্ট পরিহিত সেলফি ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।
দীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
২ দিন আগেপেহেলগাম হত্যাকাণ্ডের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে ও বিস্ফোরক পেতে উড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
৩ দিন আগে