ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকে ফেসবুক-সংক্রান্ত এক পোস্টের ঝড় চলছে! ছেলে-বুড়ো সবাই মিলে কপি-পোস্ট করে চলেছেন দেদারসে।
ওই পোস্টগুলোতে লেখা হচ্ছে, ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে।’ দাবি করা হচ্ছে, কিছু বাক্য কপি করে ফেসবুকের টাইমলাইনে রেখে দিলেই নিস্তার পাওয়া যাবে এর থেকে।
পোস্টগুলো এরকম-
‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যেও না শেষ তারিখ আজ! এটা আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে। আপনি যা কিছু পোস্ট করেছেন তা আজ পোস্ট করা হয়েছে - এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন, পরে আফসোস করার চেয়ে ভালো।
ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...
আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে উভয় সময়েই।
এই পোস্টের যেকোনো জায়গায় আপনার আঙ্গুল ধরুন এবং একটি কপি দেখা যাবে। কপিতে ক্লিক করুন। তাহলে আপনার পেজে যান, নতুন একটি পোস্ট শুরু করুন।
আমি ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, জনসংখ্যা, ফোন নম্বর বা পোস্ট... একদম আমার লিখিত অনুমতি ছাড়া কোন কিছু কোন রূপে ব্যবহার করা যাবে না।’
‘ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি... আমি ফেসবুক/মেটা বা অন্য কোনো ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোনো সময়েই।’
পোস্টে বলা হচ্ছে, আগামীকাল থেকে এই নতুন নিয়ম শুরু হবে। আজই বাক্যগুলো পোস্ট করার শেষ সুযোগ! কিন্তু সেই ‘আগামীকাল’ ও ‘আজ’ ঠিক কবে, সেটি কেউ বলতে পারেন না!
ফ্যাক্টচেক
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের লেখাগুলো প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার নীতি-সংক্রান্ত। এ সংক্রান্ত সব তথ্য ফেসবুকের ডেটা পলিসিতে লেখা আছে। ফেসবুকের ডেটা পলিসি পেজে ইংরেজিতে যে নোটিশ দেওয়া আছে, সেটি বাংলা করলে দাঁড়ায়—ফেসবুক কোম্পানি তার নাম পরিবর্তন করে মেটা রাখলেও ডেটা পলিসি ও পরিষেবার শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজে উল্লেখ রয়েছে, ফেসবুকে দেওয়া পোস্ট ওই ব্যবহারকারীর মেধা-সম্পত্তি। তবে, যখন কেউ ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেন, তখনই প্রাইভেসি সেটিংসের ওপর ভিত্তি করে কর্তৃপক্ষকে বেশ কিছু বিষয়ে সম্মতি দিয়ে দিতে হয়। ফলে ফেসবুক কর্তৃপক্ষ প্রত্যেকের ব্যক্তিগত যেকোনো পোস্টে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
পোস্টগুলোতে যে ইউসিসি আইনের কথা বলা হচ্ছে, সেটির পূর্ণরূপ ইউনিফর্ম কমার্শিয়াল কোড। এই আইনের অধীনে কোনো চুক্তি স্বাক্ষরের সময় উভয় পক্ষকে তাদের অধিকার সংরক্ষণের নিশ্চয়তা দেয়৷
এটি সাধারণত চুক্তি করা দুই পক্ষের মধ্যে আলোচনার মধ্য দিয়ে হয়। আইনের আওতায় চুক্তি তৈরি ও স্বাক্ষর করার সময়ই এটি নির্দিষ্ট করতে হয়। আগেই হয়ে যাওয়া চুক্তিতে নতুন করে ইউসিসি আইনের আলোকে কোনো ঘোষণা দেওয়া বিধিসম্মত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেটি একেবারেই সম্ভব নয়।
যে পোস্টটি সম্প্রতি ভাইরাল হয়েছে, সেটি নতুন নয়। ২০১২ সাল থেকেই এমন বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে প্রচার হয়ে আসছে। ফ্যাক্টচেকিং সংস্থা স্নোপস-এ ২০১২ সালে প্রকাশিত এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই সময়ও ঠিক একই ভাষায় পোস্ট দেওয়া হয়েছিল। সেটিও শেয়ার করেছিলেন অনেকেই। এর পর নানা সময়ে ফেসবুকের প্রাইভেসি-সংক্রান্ত এই তথ্যগুলো ভাইরাল হয়েছে।
গত ২৮ অক্টোবর ফেসবুক তাদের কোম্পানির নাম মেটা-তে পরিবর্তন করায় এই বিভ্রান্তিকর পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে। ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপও এই মেটা কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যম।
সিদ্ধান্ত
ফেসবুকে ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে’ দাবি করে যে বাক্যগুলো কপি-পেস্ট করতে বলা হচ্ছে, সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফেসবুক কোম্পানি ‘মেটা’ নাম ধারণ করলেও এর প্রাইভেসি পলিসিতে কোনো পরিবর্তন আসেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
ফেসবুকে ফেসবুক-সংক্রান্ত এক পোস্টের ঝড় চলছে! ছেলে-বুড়ো সবাই মিলে কপি-পোস্ট করে চলেছেন দেদারসে।
ওই পোস্টগুলোতে লেখা হচ্ছে, ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে।’ দাবি করা হচ্ছে, কিছু বাক্য কপি করে ফেসবুকের টাইমলাইনে রেখে দিলেই নিস্তার পাওয়া যাবে এর থেকে।
পোস্টগুলো এরকম-
‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে যেখানে তারা আপনার ছবি ব্যবহার করতে পারবে। ভুলে যেও না শেষ তারিখ আজ! এটা আপনার বিরুদ্ধে মামলায় ব্যবহার করা যেতে পারে। আপনি যা কিছু পোস্ট করেছেন তা আজ পোস্ট করা হয়েছে - এমনকি মেসেজ যা মুছে ফেলা হয়েছে। এতে কোন খরচ নেই, শুধু কপি করে পোস্ট করুন, পরে আফসোস করার চেয়ে ভালো।
ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি...
আমি ফেসবুক/মেটা বা অন্য কোন ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে উভয় সময়েই।
এই পোস্টের যেকোনো জায়গায় আপনার আঙ্গুল ধরুন এবং একটি কপি দেখা যাবে। কপিতে ক্লিক করুন। তাহলে আপনার পেজে যান, নতুন একটি পোস্ট শুরু করুন।
আমি ফেসবুক/মেটাকে তাদের ওয়েবসাইটে পোস্ট করা আমার তথ্য শেয়ার করার অনুমতি দিচ্ছি না। ছবি, বর্তমান বা অতীত, জনসংখ্যা, ফোন নম্বর বা পোস্ট... একদম আমার লিখিত অনুমতি ছাড়া কোন কিছু কোন রূপে ব্যবহার করা যাবে না।’
‘ইউসিসি আইনের অধীনে ১-২০৭, ১-৩০৮... আমি আমার অধিকার সংরক্ষণ আরোপ করছি... আমি ফেসবুক/মেটা বা অন্য কোনো ফেসবুক/মেটা সম্পর্কিত ব্যক্তিকে আমার ছবি, তথ্য, বার্তা বা বার্তা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না, অতীতে এবং ভবিষ্যতে কোনো সময়েই।’
পোস্টে বলা হচ্ছে, আগামীকাল থেকে এই নতুন নিয়ম শুরু হবে। আজই বাক্যগুলো পোস্ট করার শেষ সুযোগ! কিন্তু সেই ‘আগামীকাল’ ও ‘আজ’ ঠিক কবে, সেটি কেউ বলতে পারেন না!
ফ্যাক্টচেক
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টের লেখাগুলো প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার নীতি-সংক্রান্ত। এ সংক্রান্ত সব তথ্য ফেসবুকের ডেটা পলিসিতে লেখা আছে। ফেসবুকের ডেটা পলিসি পেজে ইংরেজিতে যে নোটিশ দেওয়া আছে, সেটি বাংলা করলে দাঁড়ায়—ফেসবুক কোম্পানি তার নাম পরিবর্তন করে মেটা রাখলেও ডেটা পলিসি ও পরিষেবার শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজে উল্লেখ রয়েছে, ফেসবুকে দেওয়া পোস্ট ওই ব্যবহারকারীর মেধা-সম্পত্তি। তবে, যখন কেউ ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করেন, তখনই প্রাইভেসি সেটিংসের ওপর ভিত্তি করে কর্তৃপক্ষকে বেশ কিছু বিষয়ে সম্মতি দিয়ে দিতে হয়। ফলে ফেসবুক কর্তৃপক্ষ প্রত্যেকের ব্যক্তিগত যেকোনো পোস্টে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
পোস্টগুলোতে যে ইউসিসি আইনের কথা বলা হচ্ছে, সেটির পূর্ণরূপ ইউনিফর্ম কমার্শিয়াল কোড। এই আইনের অধীনে কোনো চুক্তি স্বাক্ষরের সময় উভয় পক্ষকে তাদের অধিকার সংরক্ষণের নিশ্চয়তা দেয়৷
এটি সাধারণত চুক্তি করা দুই পক্ষের মধ্যে আলোচনার মধ্য দিয়ে হয়। আইনের আওতায় চুক্তি তৈরি ও স্বাক্ষর করার সময়ই এটি নির্দিষ্ট করতে হয়। আগেই হয়ে যাওয়া চুক্তিতে নতুন করে ইউসিসি আইনের আলোকে কোনো ঘোষণা দেওয়া বিধিসম্মত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সেটি একেবারেই সম্ভব নয়।
যে পোস্টটি সম্প্রতি ভাইরাল হয়েছে, সেটি নতুন নয়। ২০১২ সাল থেকেই এমন বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে প্রচার হয়ে আসছে। ফ্যাক্টচেকিং সংস্থা স্নোপস-এ ২০১২ সালে প্রকাশিত এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই সময়ও ঠিক একই ভাষায় পোস্ট দেওয়া হয়েছিল। সেটিও শেয়ার করেছিলেন অনেকেই। এর পর নানা সময়ে ফেসবুকের প্রাইভেসি-সংক্রান্ত এই তথ্যগুলো ভাইরাল হয়েছে।
গত ২৮ অক্টোবর ফেসবুক তাদের কোম্পানির নাম মেটা-তে পরিবর্তন করায় এই বিভ্রান্তিকর পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে। ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপও এই মেটা কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যম।
সিদ্ধান্ত
ফেসবুকে ‘আগামীকাল থেকে নতুন ফেসবুক/মেটা নিয়ম শুরু হবে’ দাবি করে যে বাক্যগুলো কপি-পেস্ট করতে বলা হচ্ছে, সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফেসবুক কোম্পানি ‘মেটা’ নাম ধারণ করলেও এর প্রাইভেসি পলিসিতে কোনো পরিবর্তন আসেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়ে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে রাতের বেলা অসংখ্য মানুষের সমাগম দেখা যাচ্ছে। জনসমাগমস্থলের কাছেই ধোঁয়াচ্ছন্ন এলাকা দেখা যাচ্ছে। গাঢ় হলুদ রং দেখে মন
৪ ঘণ্টা আগেগত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১ দিন আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগে