Ajker Patrika

পিঠের দাগের এই ছবিটি সাম্প্রতিক লকডাউনের নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৫২
পিঠের দাগের এই ছবিটি সাম্প্রতিক লকডাউনের নয়

ফেসবুকে একটি লোকের পিঠে আঘাতের চিহ্নসহ একটি ছবি পোস্ট করা হচ্ছে। দাবি করা হচ্ছে, সম্প্রতি লকডাউনে রাস্তায় নেমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই এই দশা হয়েছে তাঁর। তবে কোনো পোস্টেই লোকটির মুখ দেখা যাচ্ছে না। পরিচয়ও দেওয়া হয়নি। ফেসবুকে অনুসন্ধান করে শতাধিক গ্রুপ, পেজ ও আইডিতে ছবিটি পাওয়া গেছে।

ফেসবুকে অনুসন্ধান করে শতাধিক গ্রুপ, পেজ ও আইডিতে ছবিটি পাওয়া গেছেফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায়, ছবিটি পুরোনো। ফেসবুকে আগেও ছবিটি আপলোড করা হয়েছিল। ২০২০ সালের ২৫ মার্চ মিম নেপাল নামে একটি ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। সে সময় ওই পোস্ট ১৫০ বার শেয়ার হয়েছিল। একই সময়ে বাংলাদেশেও বেশ কয়েকটি ফেসবুক প্ল্যাটফর্মে ছবিটি আপলোড হতে দেখা যায়।

মিম নেপাল নামে একটি ফেসবুক পেজে ছবিটি গত বছর আপলোড করা হয়রেড্ডিট ডটকম-এ প্রকাশিত একটি মিমেও ছবিটি পাওয়া যায়, যা এক বছর আগে আপলোড করা হয়েছিল।

সিদ্ধান্ত
ভাইরাল ছবিটি ১ জুলাই থেকে শুরু হওয়া সাম্প্রতিক লকডাউনের নয়। ছবিটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত