Ajker Patrika

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭: ০৭
বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

জি-২০ সম্মেলনের আগে বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালী নামের একটি জায়গার ছবিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের শ্রীনগরের বুলেভার্ড রোড হিসেবে। 

টুইটারে দেওয়া ছবিটির পরিচয় করিয়ে দিতে গিয়ে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের আগে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বুলেভার্ড রোডের অনেক সংস্কার করা হয়েছে। আজ সোমবারই কাশ্মীরে শুরু হতে যাচ্ছে এই সম্মেলন।

ছবির এই ভুল ধরেছে ভারতের অনলাইন পোর্টাল দ্য কুইন্ট ডটকম। ‘Jhautola Patuakhali’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি নেওয়া হয়েছে বলে গণমাধ্যমটির অনুসন্ধানে বের হয়। যিনি শেয়ার করেছেন, তাঁর নাম আকিব মির। প্রোফাইল ঘেঁটে তাঁকে বিজেপির সমর্থক বলেই মনে হয়। পোস্টে তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে; বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডাও বাদ পড়েননি।  

গুগল ম্যাপে কাশ্মীরের বুলেভার্ড রোডটি শনাক্ত করেও টুইটারের ছবিটির সঙ্গে মিল পাওয়া যায়নি। ইউটিউবে বুলেভার্ড রোডের সাম্প্রতিক একটি ভিডিও পরীক্ষা করেও এর সঙ্গে ভাইরাল হওয়া ছবিটির কোনো মিল পাওয়া যায়নি।

এদিকে শ্রীনগরের বুলেভার্ড রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ পুলিশ ফোর্সের টহলের একটি ছবি ১৮ মে প্রকাশ করে সিয়াসাত ডেইলি। এর সঙ্গেও ভাইরাল ছবিটির কোনো মিল ছিল না।

 টুইটারে শ্রীনগরের ছবি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া পটুয়াখালীর ঝাউতলার ছবিএবার জি-২০ সম্মেলন ডাল হ্রদের তীরে অবস্থিত কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (এসকেআইসিসি) অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর এটি জম্মু ও কাশ্মীরে প্রথম কোনো বৈশ্বিক আয়োজন।

কুইন্ট ডটকম তাদের অনুসন্ধানের উপসংহার টানে এভাবে, জি-২০ সম্মেলনের আগে শ্রীনগরের ‘সংস্কার করা’ এক সড়ক হিসেবে ভুলক্রমে বাংলাদেশের একটি সড়কের ছবি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত