Ajker Patrika

মোদির জনসভার ছবি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারির বিভ্রান্তি

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২২: ০৮
মোদির জনসভার ছবি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারির বিভ্রান্তি

ফেসবুকে একটি ছবি ও ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের আসাম সীমান্তে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

১৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, একটি জনসমাবেশে হিন্দি ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে। পোস্ট করা ছবিটিও ওই সমাবেশ থেকেই নেওয়া।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ছবির সঙ্গে সম্প্রতি ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়

ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যাচ্ছে, ছবিটি পুরোনো। ২০১৩ সালের ১৩ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা চারটি ছবির সঙ্গে সম্প্রতি ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়।

ওই পোস্টের সঙ্গে লেখা ক্যাপশন থেকে কি-ওয়ার্ড অনুসন্ধান করে জানা যায়, ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে ২০১৯ সালের ১৩ এপ্রিলে কর্ণাটকের মাঙ্গালুরুর নেহেরু ময়দানে একটি জনসভার আয়োজন করে বিজেপি। নরেন্দ্র মোদি সেই জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। জনসভাটি বিজেপির ভেরিফায়েড অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, দ্য হিন্দুমাঙ্গালুরু টুডেতে জনসভাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

সাম্প্রতিককালে বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে ভারত-বাংলাদেশ সীমানায় রেড অ্যালার্ট জারি হওয়া-সংক্রান্ত তথ্য কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

ভারতের বিভিন্ন রাজ্যে এই সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আসামের কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি শহরে ছোট আকারে সমাবেশ হয়েছে।

গত ১৮ অক্টোবর করিমগঞ্জে বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারা নদীর তীরে একটি সমাবেশে ৩ হাজার বিক্ষুব্ধ নাগরিক সমাবেশে অংশ নেন। তবে ফেসবুকে ভাইরাল ছবিটি সেই সমাবেশের নয়।

সিদ্ধান্ত
ফেসবুকে বাংলাদেশ ও ভারতের আসাম সীমান্তে তীব্র উত্তেজনা ও রেড অ্যালার্ট জারি করার তথ্যসহ যে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, সেটি ২০১৯ সালে বিজেপি আয়োজিত এক জনসভার। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত