ফ্যাক্টচেক ডেস্ক
‘ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দিল আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস’, এরকম একটি খবর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত খবর পড়ুন এখানে এবং এখানে।
মঈন আলী ইসলাম ধর্মের অনুসারী এবং এর আগেও ইংল্যান্ডের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে একই ধরনের অনুরোধ করেছেন বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়। সামাজিক মাধ্যম ফেসবুকেও মঈন আলীর অনুরোধের তথ্যটি ছড়িয়েছে।
ছড়িয়ে যাওয়া এই তথ্যকে কেন্দ্র করে তসলিমা নাসরিনের টুইটকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ক্রিকেটে ব্যস্ত না থাকলে মঈন আলী সিরিয়াতে জঙ্গি সংগঠন আইএস–এ যোগ দিতেন বলে টুইট করেন তসলিমা। এর জবাবে ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চারসহ অনেকেই কড়া জবাব দেন।
ফ্যাক্টচেক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর দল চেন্নাই সুপার কিংস তাদের জার্সিতে এসএনজে ডিসটিলারিজ–এর বিয়ার ‘এসএনজে ১০০০০’–এর বিজ্ঞাপন ব্যবহার করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার মঈন আলীর সিএসকের জার্সি পরিহিত যে ছবিটিকে কেন্দ্র করে বিয়ার ব্রান্ডটির লোগো সরানোর তথ্য ছড়িয়েছিল সেটির উৎস অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া গেছে। গত ৩ এপ্রিল সিএসকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘BTS – Lighta Cameras, Neraya Super Actions’ শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেটির ৩৭ সেকেন্ডে মঈন আলীকে দেখা যায় এবং ক্যামেরা দৃষ্টিকোণের তারতম্যের কারণে মঈন আলীর জার্সির ডান হাতের লোগোটি সেখানে স্পষ্ট দেখা যায়নি।
মূলত ভিডিওটির ৩৭ সেকেন্ডের ওই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কিন্তু, সিএসকে তাদের অফিসিয়াল টুইটার ও ফেসবুক আইডিতে মঈন আলী ও সুরেশ রায়নার একটি ছবি প্রকাশ করেছে যেখানে মঈন আলীর জার্সির ডান হাতে এবং প্যান্টে পরিষ্কারভাবে এসএনজে ১০০০০–এর লোগো দেখা যাচ্ছে।
দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এবারের আইপিএলে ৭ কোটি রুপিতে দলে ভিড়ানো ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী তার জার্সি থেকে পণ্যটির বিজ্ঞাপন সরানোর জন্য কোনো অনুরোধ করেননি। কাশী বিশ্বনাথনকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য উইক ম্যাগাজিনসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে।
সুতরাং জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর জন্য ক্রিকেটার মঈন আলীর অনুরোধ করার খবরটি ভুয়া।
‘ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দিল আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস’, এরকম একটি খবর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত খবর পড়ুন এখানে এবং এখানে।
মঈন আলী ইসলাম ধর্মের অনুসারী এবং এর আগেও ইংল্যান্ডের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে একই ধরনের অনুরোধ করেছেন বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়। সামাজিক মাধ্যম ফেসবুকেও মঈন আলীর অনুরোধের তথ্যটি ছড়িয়েছে।
ছড়িয়ে যাওয়া এই তথ্যকে কেন্দ্র করে তসলিমা নাসরিনের টুইটকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ক্রিকেটে ব্যস্ত না থাকলে মঈন আলী সিরিয়াতে জঙ্গি সংগঠন আইএস–এ যোগ দিতেন বলে টুইট করেন তসলিমা। এর জবাবে ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চারসহ অনেকেই কড়া জবাব দেন।
ফ্যাক্টচেক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর দল চেন্নাই সুপার কিংস তাদের জার্সিতে এসএনজে ডিসটিলারিজ–এর বিয়ার ‘এসএনজে ১০০০০’–এর বিজ্ঞাপন ব্যবহার করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার মঈন আলীর সিএসকের জার্সি পরিহিত যে ছবিটিকে কেন্দ্র করে বিয়ার ব্রান্ডটির লোগো সরানোর তথ্য ছড়িয়েছিল সেটির উৎস অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া গেছে। গত ৩ এপ্রিল সিএসকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘BTS – Lighta Cameras, Neraya Super Actions’ শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেটির ৩৭ সেকেন্ডে মঈন আলীকে দেখা যায় এবং ক্যামেরা দৃষ্টিকোণের তারতম্যের কারণে মঈন আলীর জার্সির ডান হাতের লোগোটি সেখানে স্পষ্ট দেখা যায়নি।
মূলত ভিডিওটির ৩৭ সেকেন্ডের ওই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কিন্তু, সিএসকে তাদের অফিসিয়াল টুইটার ও ফেসবুক আইডিতে মঈন আলী ও সুরেশ রায়নার একটি ছবি প্রকাশ করেছে যেখানে মঈন আলীর জার্সির ডান হাতে এবং প্যান্টে পরিষ্কারভাবে এসএনজে ১০০০০–এর লোগো দেখা যাচ্ছে।
দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এবারের আইপিএলে ৭ কোটি রুপিতে দলে ভিড়ানো ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী তার জার্সি থেকে পণ্যটির বিজ্ঞাপন সরানোর জন্য কোনো অনুরোধ করেননি। কাশী বিশ্বনাথনকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য উইক ম্যাগাজিনসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে।
সুতরাং জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর জন্য ক্রিকেটার মঈন আলীর অনুরোধ করার খবরটি ভুয়া।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫