Ajker Patrika

করোনা ভয়াবহতার ভুল ভিডিও প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ২১
করোনা ভয়াবহতার ভুল ভিডিও প্রচার

সম্প্রতি, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ মিনিট ২২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় ও হাসপাতালে অজস্র মানুষ আহত অথবা মৃত অবস্থায় পড়ে আছে।   

ফ্যাক্টচেক
রাস্তায় মানুষের আর্তনাদের যে ভিডিওটিকে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে ২০২০ সালে ভারতে ঘটিত গ্যাস লিক দুর্ঘটনার একটি ভিডিও। The Times of India প্রকাশিত ভিডিও দেখুন নিচে

২০২০ সালের ৭ই মে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের উপকণ্ঠে ভেঙ্কটাপুরাম গ্রামে রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক হওয়ায় কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং ১৩ জনের মৃত্যু ঘটে। বিবিসি নিউজ বাংলা এর ‘ভারতে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে শত শত লোক অসুস্থ, নিহতের সংখ্যা বেড়ে ১৩’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে

মূলত, গ্যাস লিক দুর্ঘটনার পুরোনো ভিডিওটিকে করোনা পরিস্থিতির ভিডিও হিসেবে পুনরায় প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত ভারতে করোনার প্রকোপে গত পরশু অক্সিজেনের অভাবে দিল্লির এক হাসপাতালেই ২৫ জন মারা গেছেন।

অর্থাৎ, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি পুরোনো ও করোনা সংক্রান্ত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত