ফ্যাক্টচেক ডেস্ক
বাইডেন হাঁটু গেড়ে বসে আছেন। সামনে একটি শিশু। বাইডেন কি ওই শিশুর কাছে ক্ষমা চাইছেন? ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন একটি ছবি পোস্ট করা হয়েছে।
ফেসবুকের বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি মার্কিন পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ছেলের, যার কাছে বাইডেন তাঁর পিতার হত্যার জন্য ক্ষমা চাইছেন। কোনো কোনো পোস্টে শিশুটিকে ফ্লয়েডের মেয়ে বলেও দাবি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকারীর বিচার হয়েছে। এটি নিশ্চিত যে উপযুক্ত শাস্তিও হবে তার। আমেরিকার পুলিশের সবচেয়ে বড় সমিতি এ বিচারকে স্বাগত জানিয়েছে। এই একটা হত্যাকাণ্ডের পর প্রায় ২০ টি অঙ্গরাজ্যে কমানো হয়েছে পুলিশের শক্তিপ্রয়োগের ক্ষমতা। এটাই সভ্য দেশের নমুনা। তারাও ভুল করে। কিন্তু এমন উদাহরণ তারাই তৈরি করে!’ পোস্টটিতে ৬৩ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। বেশিরভাগ মন্তব্যই বাংলাদেশ বিচার ও শাসন ব্যবস্থাকে উপহাস করে লেখা হয়েছে।
ফ্যাক্টচেক
গুগল কিওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এই ছবিটি ২০২০ সালের সেপ্টেম্বরে তোলা। সে সময় জো বাউডেন তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিশিগানের ডেট্রয়েটে গেলে সেখানে এই শিশু ও তাঁর পিতা ক্লেমেন্ট ব্রাউনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ক্লেমেন্ট ব্রাউন 'থ্রি থার্টিন' নামক একটি কাপড়ের দোকানের মালিক। ছবিটি তোলেন রয়টার্সের সাংবাদিক লিয়াহ মিলস। রয়টার্সের ছবিটি দেখতে এখানে ক্লিক করুন। জো বাইডেনও ছবিটি সেসময় তাঁর ইন্সটাগ্রাম থেকে পোস্ট করেন।
প্রসঙ্গত মিনেয়াপোলিসের রাস্তায় গত বছর আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত।
এক ভিডিওতে দেখা যায়, গত বছর মে মাসে মি. ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় তাঁর গলার ওপর ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু গেড়ে বসে ছিলেন ৪৫ বছর বয়সী পুলিশ অফিসার ডেরেক শভিন।
এই ঘটনায় বিশ্বজুড়ে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও বর্ণবাদবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে।
শভিনকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়– সেকেন্ড ডিগ্রি মার্ডার, থার্ড ডিগ্রি মার্ডার এবং নরহত্যা। শাস্তি ঘোষণা না করা পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। সাজা হিসেবে কয়েক দশক জেল খাটতে হতে পারে তাঁকে।
ফলাফল
ছবিটি সম্প্রতি জর্জ ফ্লয়েডের শিশুপুত্রের সামনে জো বাইডেনের হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনার নয়। ফেসবুকে এ সংক্রান্ত পোস্টগুলো বিভ্রান্তিকর।
বাইডেন হাঁটু গেড়ে বসে আছেন। সামনে একটি শিশু। বাইডেন কি ওই শিশুর কাছে ক্ষমা চাইছেন? ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন একটি ছবি পোস্ট করা হয়েছে।
ফেসবুকের বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি মার্কিন পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ছেলের, যার কাছে বাইডেন তাঁর পিতার হত্যার জন্য ক্ষমা চাইছেন। কোনো কোনো পোস্টে শিশুটিকে ফ্লয়েডের মেয়ে বলেও দাবি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকারীর বিচার হয়েছে। এটি নিশ্চিত যে উপযুক্ত শাস্তিও হবে তার। আমেরিকার পুলিশের সবচেয়ে বড় সমিতি এ বিচারকে স্বাগত জানিয়েছে। এই একটা হত্যাকাণ্ডের পর প্রায় ২০ টি অঙ্গরাজ্যে কমানো হয়েছে পুলিশের শক্তিপ্রয়োগের ক্ষমতা। এটাই সভ্য দেশের নমুনা। তারাও ভুল করে। কিন্তু এমন উদাহরণ তারাই তৈরি করে!’ পোস্টটিতে ৬৩ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। বেশিরভাগ মন্তব্যই বাংলাদেশ বিচার ও শাসন ব্যবস্থাকে উপহাস করে লেখা হয়েছে।
ফ্যাক্টচেক
গুগল কিওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এই ছবিটি ২০২০ সালের সেপ্টেম্বরে তোলা। সে সময় জো বাউডেন তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মিশিগানের ডেট্রয়েটে গেলে সেখানে এই শিশু ও তাঁর পিতা ক্লেমেন্ট ব্রাউনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ক্লেমেন্ট ব্রাউন 'থ্রি থার্টিন' নামক একটি কাপড়ের দোকানের মালিক। ছবিটি তোলেন রয়টার্সের সাংবাদিক লিয়াহ মিলস। রয়টার্সের ছবিটি দেখতে এখানে ক্লিক করুন। জো বাইডেনও ছবিটি সেসময় তাঁর ইন্সটাগ্রাম থেকে পোস্ট করেন।
প্রসঙ্গত মিনেয়াপোলিসের রাস্তায় গত বছর আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত।
এক ভিডিওতে দেখা যায়, গত বছর মে মাসে মি. ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় তাঁর গলার ওপর ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু গেড়ে বসে ছিলেন ৪৫ বছর বয়সী পুলিশ অফিসার ডেরেক শভিন।
এই ঘটনায় বিশ্বজুড়ে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ ও বর্ণবাদবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে।
শভিনকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়– সেকেন্ড ডিগ্রি মার্ডার, থার্ড ডিগ্রি মার্ডার এবং নরহত্যা। শাস্তি ঘোষণা না করা পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। সাজা হিসেবে কয়েক দশক জেল খাটতে হতে পারে তাঁকে।
ফলাফল
ছবিটি সম্প্রতি জর্জ ফ্লয়েডের শিশুপুত্রের সামনে জো বাইডেনের হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনার নয়। ফেসবুকে এ সংক্রান্ত পোস্টগুলো বিভ্রান্তিকর।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৮ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে