ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে এই মাসের শুরুতেই পতন ঘটেছে টানা তিন মেয়াদের বেশি ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের। ঠিক একই সময়ে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ করেছে। বাংলাদেশের অভ্যুত্থান থেকে দেশটির ক্ষমতাসীনেরা শিক্ষা নেবে কিনা এমন প্রশ্নও তুলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত ৭ আগস্ট দলটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) থেকে টুইটটি করা হয়।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ব্যবহার করে দেশীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি, কালবেলা, একাত্তর টিভি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানি তরুণেরা দেশটির পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সাজ্জাদ রিভিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ২০২২ সালের ২ জানুয়ারি চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানে বাংলাদেশি ও পাকিস্তানি পতাকা উত্তোলন করে মানুষ আল্লাহু আকবর স্লোগান দেয়।’
গুগল ম্যাপ থেকে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছে পাকিস্তানের লাহোরে অবস্থিত আর্ট গ্যালারি ও থিয়েটার হল আলহামরা আর্টস কাউন্সিলের অ্যাডমিন ব্লক থেকে। সেখানে উপস্থিত অর্ধ শতাধিক মানুষ বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।
যদিও এই সমাবেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে, এ ভিডিওর সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে এই মাসের শুরুতেই পতন ঘটেছে টানা তিন মেয়াদের বেশি ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের। ঠিক একই সময়ে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ করেছে। বাংলাদেশের অভ্যুত্থান থেকে দেশটির ক্ষমতাসীনেরা শিক্ষা নেবে কিনা এমন প্রশ্নও তুলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গত ৭ আগস্ট দলটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) থেকে টুইটটি করা হয়।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। ভিডিওটি ব্যবহার করে দেশীয় সংবাদমাধ্যমগুলোর মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে আরটিভি, কালবেলা, একাত্তর টিভি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানি তরুণেরা দেশটির পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সাজ্জাদ রিভিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ২০২২ সালের ২ জানুয়ারি চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানে বাংলাদেশি ও পাকিস্তানি পতাকা উত্তোলন করে মানুষ আল্লাহু আকবর স্লোগান দেয়।’
গুগল ম্যাপ থেকে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয়েছে পাকিস্তানের লাহোরে অবস্থিত আর্ট গ্যালারি ও থিয়েটার হল আলহামরা আর্টস কাউন্সিলের অ্যাডমিন ব্লক থেকে। সেখানে উপস্থিত অর্ধ শতাধিক মানুষ বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।
যদিও এই সমাবেশ নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে, এ ভিডিওর সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫