Ajker Patrika

প্রতীক পেয়েই শুরু প্রচারযুদ্ধ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ২১
প্রতীক পেয়েই শুরু প্রচারযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তাঁরা। এ ছাড়া তাঁদের পক্ষে কর্মী-সমর্থকেরাও মাইকিং করে ভোট চাচ্ছেন।

এর আগে গত শুক্রবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়। গতকাল শনিবার সকাল থেকেই সরাইলের সবকটি ইউপিতে পছন্দের প্রার্থীদের প্রতীক নিয়ে ঢোল বাজনা বাজিয়ে মিছিল করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। নিজ প্রার্থীর সমর্থনে নারীরাও দল বেঁধে নারী ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউপির নৌকার প্রার্থী সাইফুল ইসলাম তাঁর নিজ ইউপির ফতেপুর গ্রামবাসীকে নিয়ে সভা করে তাঁদের কাছে নৌকা প্রতীকে ভোট চান। সেখানে তিনি ভোটারদের কাছে নিজের নির্বাচনী প্রতিশ্রুতির নানা দিক তুলে ধরেছেন।

চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর স্বজনেরা গ্রামের চায়ের দোকানে দোকানে গিয়ে ভোটারদের চা আপ্যায়ন করে নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।

নৌকার প্রার্থীরা নির্বাচনী সভা করে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে। আর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা দাবি করেছেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য।

তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর সরাইল উপজেলার ৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৫৭৫ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৮১, সাধারণ সদস্য পদে ৩৮৩, সংরক্ষিত নারী সদস্য পদে ১১১ প্রার্থী অংশ নেবেন এই ভোটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত