Ajker Patrika

‘সরকার মানুষকে অধিকার বঞ্চিত করছে’

যশোর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ০৬
‘সরকার মানুষকে অধিকার বঞ্চিত করছে’

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করছে। দেশে আজ কোনো কিছুই সাধারণের নাগালের ভেতর নেই। দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। এখন আর শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তেরও সংসার চালানো দায় হয়ে পড়েছে। আর সরকারের মন্ত্রী, এমপিরা সম্পদের পাহাড় গড়ছে।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যশোর জেলা বিএনপির গণঅনশন কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার বুঝতে পেরেছে সাধারণ মানুষের সমর্থন এখন আর তাঁদের সঙ্গে নেই। যে কারণে তাঁরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে টানাহেঁচড়া করছে।’

গণঅনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সরফুদ্দীন ছটলু, আব্দুস সালাম, যশোর নগর বিএনপির আহবায়ক মারুফুল ইসলাম মারুফ, সদস্য সচিব মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, যুব দলের সভাপতি এম তমাল আহম্মেদ, ছাত্র দলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত