Ajker Patrika

পেঁয়াজ-কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১: ২৯
পেঁয়াজ-কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ

নীলফামারীর ডিমলায় এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে, যা ৭ দিন আগেও ছিল ৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় অস্বাভাবিক হারে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

এ ছাড়া দফায় দফায় বাড়তে থাকা ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম নতুন করে আরও বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে প্রতি কেজি ১৭০ টাকা। পাকিস্তানি মুরগি ৬০ টাকা বেড়ে ২৮০, দেশি মুরগি ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৪০ টাকা কেজি। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

বাবুরহাট বাজারের ব্যবসায়ী সোলায়মান আলী বলেন, গত সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কম ছিল। কিন্তু দাম বাড়ায় ফার্ম মালিকেরা মুরগি সরবরাহ কমিয়ে দিয়েছেন। রমজানের আগে আরও দাম বাড়তে পারে।

বাজারের পেঁয়াজ ও কাঁচা মরিচ ব্যবসায়ী তফিজার বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি কমে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত