Ajker Patrika

শিমুলের সঙ্গে বিতণ্ডা সভা বর্জন রমজানের

নাটোর প্রতিনিধি
শিমুলের সঙ্গে বিতণ্ডা সভা বর্জন রমজানের

রাজশাহীতে ২৯ জানুয়ারি আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ উপলক্ষে গতকাল নাটোর সদর ও পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা হয়েছে। এতে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। বিতণ্ডার একপর্যায়ে সভা বর্জন করেন রমজান। গতকাল বুধবার দুপুরে এন এস সরকারি কলেজ মিলনায়তনে সভা চলাকালে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কমিটি গঠন নিয়ে এ দুই নেতার মধ্যে আগেই বিরোধ রয়েছে। গতকাল সভা শুরুর পরই অনুসারীদের নিয়ে হাজির হন রমজান। এ সময় রমজান পৌর সাধারণ সম্পাদকের একক কর্তৃত্বে সভা আহ্বান ও কমিটির বাইরের নেতা-কর্মীদের যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। তারপর মঞ্চ থেকে পাল্টা প্রতিবাদ শুরু হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ হস্তক্ষেপ করলে সেখান থেকে সভা বর্জন করে চলে যান রমজান।

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চুন্নু বলেন, ‘২০২২ সালে জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই রমজান কমিটির সদস্যদের বাদ দিয়ে তাঁর অনুসারীদের নাম অন্তর্ভুক্ত করেছেন। তাঁর পকেট কমিটি দিয়ে গত মঙ্গলবার গণমিছিলেরও আয়োজন করা হয়। অথচ পৌর সম্পাদক হিসেবে আমাকে অবহিত করা হয়নি।’

এমপি শিমুল বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ডাকা সমাবেশ বানচালের চেষ্টা করেন সাধারণ সম্পাদক রমজান। তাঁকে এ চেষ্টা থেকে সরে আসতে নিষেধ করা হলেও শোনেননি। উল্টো আমার দিকে তেড়ে আসেন। আমি এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করছি।’

এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অপরদিকে, পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘সভা চলাকালে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে শান্তিপূর্ণভাবে সভা সমাপ্ত হয় বলে জেনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত