Ajker Patrika

ফিলিং স্টেশনে ডাকাতি আড়াই লাখ টাকা লুট

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ২২
ফিলিং স্টেশনে ডাকাতি আড়াই লাখ টাকা লুট

বরগুনায় গভীর রাতে ফিলিং স্টেশনে হানা দিয়ে ডাকাতেরা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার শহরসংলগ্ন মনসাতলী এলাকায় মেসার্স এস অ্যান্ড বি নামের ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এস অ্যান্ড বি ফিলিং স্টেশনের ম্যানেজার সুমন রায় বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ৫ থেকে ৬ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ফিলিং স্টেশনে ঢুকে নিরাপত্তারক্ষী মো. জয়নালকে মারধর করে কলাপসিবল গেটের তালা ভাঙে। এরপর স্টেশনের ভবনের ভেতরে ঢুকে ফিলিং স্টেশনের কর্মচারী যাদব সরকার, সগীর হোসেন ও মিল্টনকে মারধর করে অস্ত্রেও মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার ভেঙে ২ লাখ ৩৭ হাজার ২৭০ টাকা নিয়ে চলে যায়।

ফিলিং স্টেশনের হিসাবরক্ষক সঞ্জয় হাওলাদার বলেন, ‘ডাকাতদল লুঙ্গি পরিহিত ছিল। তাঁরা শাবল, লাঠি ও রামদা নিয়ে এসেছিল। আমাদের সিসি ক্যামেরায় কিছু ফুটেজ আছে। পুলিশ সেসব যাচাই বাছাই করছে।’

এস অ্যান্ড বি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সমীর চন্দ্র বলেন, ‘ক্যাশ কাউন্টারে আড়াই লাখের মতো টাকা ছিল। আমার লোকজনকে জিম্মি করে ডাকাতেরা টাকা নিয়ে গেছে। ডাকাতির ঘটনায় বরগুনা সদর থানায় মামলা করেছি। আমাদের সিসি ফুটেজ আছে, আশা করি পুলিশ এই ডাকাতচক্রকে বের করতে পারবে।’

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল) মেহেদী হাসান বলেন, ‘ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে, আমরা আশা করি এই ডাকাতচক্রকে দ্রুত আইনের আওতায় আনতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত