Ajker Patrika

জুয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৪: ৩৭
জুয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

লালমনিরহাটে জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাসেল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে কয়েক ব্যক্তির বিরুদ্ধে। আহত সাংবাদিক লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে লালমনিরহাট শহর থেকে বাড়ি ফিরছিলেন সাংবাদিক রাসেল। এ সময় মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়ার গ্রামের ইন্দারপার বাজার নামক স্থানে এলে তাঁর ওপর হামলা করা হয়। রাসেল দৈনিক দাবানল পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার ভোলারচওড়া এলাকায় ‘প্রকাশ্যে জুয়া চলছে’ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফেসবুক স্ট্যাটাস দেন রাসেল। পরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দুই ইউপি সদস্যের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া ভোলারচওড়া এলাকার মশিউর রহমান এবং একই এলাকার রফিকুল সাংবাদিক রাসেলকে সরাসরি এবং শফিকুল ইসলাম ফোনে প্রাণনাশের হুমকি দেন। এরই জের ধরে সাংবাদিক রাসেলের ওপর মশিউর, রফিকুল, শফিকুলসহ কয়েকজন অতর্কিত হামলা করেন। এতে রাসেল ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তাঁকে ইন্দারপাড় বাজারে থাকা লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সাংবাদিকের সঙ্গে থাকা একটি ক্যামেরা, ৮ জিবি মেমোরি কার্ড, টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। বর্তমানে রাসেল লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন রাসেল।

এ ঘটনায় লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকেরা নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত