Ajker Patrika

ভাতা বন্ধ ২ মাস, বন্ধ মুক্তিযোদ্ধার চিকিৎসা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ০৫
ভাতা বন্ধ ২ মাস, বন্ধ মুক্তিযোদ্ধার চিকিৎসা

দেশকে শক্রমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি সমানতালে এগিয়ে এসেছিলেন নারীরা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেসব সাহসী নারী সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের একজন নাটোরের বড়াইগ্রামের গৌরী রানী তরফদার।

বর্তমানে ৭৮ বছর বয়সী গৌরী হৃদ্‌রোগে আক্রান্ত ও স্ট্রোক করে শয্যাশায়ী। অর্থসংকটের কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। গত দুই মাস ধরে বন্ধ রয়েছে তাঁর ভাতাও।

গৌরী উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আহম্মেদপুর পশ্চিমপাড়া গ্রামের রবীন্দ্রনাথ তরফদারের স্ত্রী। তাঁর মুক্তিযোদ্ধা নম্বর ০১৬৯০০০০৩৬৩, বেসামরিক গেজেটের পৃষ্ঠা নম্বর ১৬৭৫, তারিখ ১৭ এপ্রিল ২০০৫। গেজেট নম্বর ৭৩৪।

গৌরীর বাবা ভূপেন্দ্রনাথ চাকী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই বাবার সঙ্গে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবা-মেয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে।

গৌরীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে এসে পাকিস্তানি সেনারা আহম্মেদপুরে অবস্থান নিলে তাঁরা সপরিবারে দেশত্যাগ করতে বাধ্য হন। আশ্রয় নেন ভারতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। সেখানে তিনি মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়ানোর পাশাপাশি অস্ত্র পরিষ্কারের কাজ করতেন। সে সময় বীভৎসতা ও ভয়াবহতা দেখে স্থির থাকতে না পেরে যোগ দেন মুক্তিযুদ্ধে।

গৌরীর দুই ছেলে ও তিন মেয়ে। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে সিংড়া উপজেলায় ওষুধের দোকানে সামান্য বেতনে চাকরি ও সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। বড় ছেলে ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ২০১১ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতাই ছিল তাঁর একমাত্র উপার্জন। সেটি দুই মাস হলো বন্ধ হয়ে আছে।

বড় ছেলে কাঞ্চন কুমার তরফদার বলেন, ‘কিছুদিন আগে মা হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে। হাসপাতালে নিয়ে সুস্থ হওয়ার পরই আবার স্ট্রোক করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা করতে পারছি না।’

কাঞ্চন আরও বলেন, ‘শুনেছি মুক্তিযোদ্ধাদের সরকার ঘর তৈরি করে দিচ্ছে। আমরা খাস জমিতে বসবাস করি। কিন্তু আমার মা কিছুই পেল না। মৃত্যুর আগে মা একটি ভালো ঘরে শুতে পারল না। একজন মুক্তিযোদ্ধার সম্মানটুকু থেকে বঞ্চিত করা হলো। মা এখন বাড়িতে বিছানায় পায়খানা-প্রস্রাব করে।’

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক জানান, বর্তমানে গৌরীর ভাতা বন্ধ আছে। তাঁর মুক্তিযুদ্ধে অবদান রয়েছে। তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়াম খাতুন বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত