Ajker Patrika

আবারও প্রত্যাশা মেটাতে ব্যর্থ অক্ষয়

আবারও প্রত্যাশা মেটাতে ব্যর্থ অক্ষয়

করোনার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না বলিউডের। বেশির ভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। সর্বশেষ দেওয়ালিতে মুক্তি পাওয়া ‘রাম সেতু’ নিয়ে তাই প্রত্যাশাটা একটু বেশিই ছিল। অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরত বারুচা অভিনীত এই সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ের রেকর্ডও খুব একটা খারাপ ছিল না।

প্রথম দুই দিন বক্স অফিস কালেকশনও ছিল বেশ ভালো। তৃতীয় দিন থেকেই ছন্দপতন ঘটে সিনেমাটির।১৪০ কোটি রুপি বাজেটের রাম সেতু প্রথম ছয় দিনে বক্স অফিসে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে পারেনি।

 ‘রাম সেতু’ মুভিতে অক্ষয় কুমার ও জ্যাকুলিন ফার্নান্দেজ ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বিরাজ’, ‘রক্ষা বন্ধন’-এর পর আরও এক ব্যর্থ সিনেমার নায়ক হলেন অক্ষয়। একই দিনে মুক্তি পাওয়া অজয় দেবগন ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এই সিনেমার আয় এখন পর্যন্ত ৩০ কোটি রুপি।

‘কানতারা’ সিনেমার দৃশ্যএদিকে ঝড়ের গতিতে বাড়ছে ‘কানতারা’ সিনেমার বক্স অফিস রিপোর্ট। অনেক সিনেমা হলে তো রাম সেতুর শো বাতিল করে কানতারার শো বাড়ানোর পরিকল্পনা করছেন মালিকেরা। মাত্র ১৬ কোটি রুপিতে নির্মিত কানতারা সিনেমাটি বক্স অফিস থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকেরা দারুণ উচ্ছ্বসিত। শুধু বক্স অফিসেই সাফল্য নয়, চিত্রনাট্য, প্রোডাকশন ডিজাইন, অ্যাকশন দৃশ্য, সিনেমাটোগ্রাফি থেকে সংগীত—সব বিষয়ে সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে কানতারা।

হম্বেল ফিল্মস প্রযোজিত কানতারা সিনেমার চিত্রনাট্যকার, পরিচালক ও নায়ক কন্নড় তারকা ঋষভ শেঠি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ। কানতারা শব্দের অর্থ গহিন জঙ্গল। সিনেমার গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে এগিয়েছে গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত