Ajker Patrika

তালায় তৃণমূল নারীদের নিয়ে উঠান বৈঠক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
তালায় তৃণমূল নারীদের নিয়ে উঠান বৈঠক

সাতক্ষীরা তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪১তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে মাগুরা ইউনিয়নের ধূলন্ডা গ্রামে ৫০ জন নারীর উপস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কনক চন্দ্র অধিকারী, পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার আলতাফ হোসেন, বৈঠকে তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা সাথি রানি রায়, তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ, শামসুন্নাহার এবং অফিস সহায়ক কানিজ ফাতেমা প্রমুখ। ৪১তম উঠান বৈঠকে তৃণমূল নারীদের বাল্যবিবাহ প্রতিরোধ, ঋণ নেওয়া সম্পর্কে ধারণা, নারী উদ্যোক্তা হওয়ার পরামর্শ ও তালা উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত