কী নেই এই সিনেমায়! আছে মণিরত্নমের নির্দেশনা, চিয়ান বিক্রম-কার্থি-তৃষা-জয়ম রবির অভিনয়, এ আর রাহমানের সংগীত পরিচালনা, ‘জগ্গা জাসুস’ ও ‘সঞ্জু’র মতো সিনেমার চিত্রগ্রাহক রবি বর্মণও হাজির। সম্পাদনায় আছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এস শ্রীকর প্রসাদ। আর আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়ার কথা আলাদা করে বলার কারণ হলো, প্রায় চার বছর পর আবার পর্দায় দেখা দিলেন বচ্চন-বধূ। মণিরত্নমের পরিচালনায় অভিনয় করলেন এক যুগ পর। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রত্যাশিতভাবেই মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পন্নিয়েন সেলভান’।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুসারে, মুক্তির দুই দিনের মধ্যে বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে এই সিনেমা। প্রথম দিন বিশ্বব্যাপী ৮০ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার রেকর্ড তৈরি করেছে ‘পন্নিয়েন সেলভান’। ভারতে এই সিনেমার আয় ৪০ কোটি রুপির কাছাকাছি ছিল। সিনেমার টিকিট প্রি বুকিংই হয়েছিল ১৭ কোটির, তা-ও শুধু ভারতে।
সমালোচকেরা বলছেন, ‘তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার। এই সময়টা একেবারে নিখুঁতভাবে তুলে এনেছেন পরিচালক। প্রতিটি ফ্রেমই যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিকই হলো পরিচালনা। মণিরত্নমই ‘পন্নিয়েন সেলভান’-এর আসল জাদুকর। ফের তিনি প্রমাণ করলেন, সিনেমার পর্দায় কীভাবে গল্প বলতে হয়। এমনিতেই পিরিয়াড সিনেমা, তা যদি আবার হয় ইতিহাসনির্ভর, তা ক্যামেরায় তুলে আনা বেশ কঠিন। এই সিনেমা এ ক্ষেত্রে একেবারেই ত্রুটিমুক্ত।’ টানা দেড় শ দিনে পন্নিয়েন সেলভান সিনেমার দুই পার্টের শুটিং হয়েছে। এর আগে ভারতের আলোচিত দুই পার্টের সিনেমাগুলো যেমন ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘ব্রহ্মাস্ত্র’ বিরতি নিয়ে শুটিং হয়েছে। প্রথম পর্বের মুক্তির পর দ্বিতীয় পর্বের শুটিং হয়েছে প্রায় সব সিনেমার।
কী নেই এই সিনেমায়! আছে মণিরত্নমের নির্দেশনা, চিয়ান বিক্রম-কার্থি-তৃষা-জয়ম রবির অভিনয়, এ আর রাহমানের সংগীত পরিচালনা, ‘জগ্গা জাসুস’ ও ‘সঞ্জু’র মতো সিনেমার চিত্রগ্রাহক রবি বর্মণও হাজির। সম্পাদনায় আছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এস শ্রীকর প্রসাদ। আর আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়ার কথা আলাদা করে বলার কারণ হলো, প্রায় চার বছর পর আবার পর্দায় দেখা দিলেন বচ্চন-বধূ। মণিরত্নমের পরিচালনায় অভিনয় করলেন এক যুগ পর। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রত্যাশিতভাবেই মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পন্নিয়েন সেলভান’।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুসারে, মুক্তির দুই দিনের মধ্যে বিশ্বজুড়ে ১৫০ কোটি রুপির ব্যবসা করেছে এই সিনেমা। প্রথম দিন বিশ্বব্যাপী ৮০ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার রেকর্ড তৈরি করেছে ‘পন্নিয়েন সেলভান’। ভারতে এই সিনেমার আয় ৪০ কোটি রুপির কাছাকাছি ছিল। সিনেমার টিকিট প্রি বুকিংই হয়েছিল ১৭ কোটির, তা-ও শুধু ভারতে।
সমালোচকেরা বলছেন, ‘তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার। এই সময়টা একেবারে নিখুঁতভাবে তুলে এনেছেন পরিচালক। প্রতিটি ফ্রেমই যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিকই হলো পরিচালনা। মণিরত্নমই ‘পন্নিয়েন সেলভান’-এর আসল জাদুকর। ফের তিনি প্রমাণ করলেন, সিনেমার পর্দায় কীভাবে গল্প বলতে হয়। এমনিতেই পিরিয়াড সিনেমা, তা যদি আবার হয় ইতিহাসনির্ভর, তা ক্যামেরায় তুলে আনা বেশ কঠিন। এই সিনেমা এ ক্ষেত্রে একেবারেই ত্রুটিমুক্ত।’ টানা দেড় শ দিনে পন্নিয়েন সেলভান সিনেমার দুই পার্টের শুটিং হয়েছে। এর আগে ভারতের আলোচিত দুই পার্টের সিনেমাগুলো যেমন ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’, ‘ব্রহ্মাস্ত্র’ বিরতি নিয়ে শুটিং হয়েছে। প্রথম পর্বের মুক্তির পর দ্বিতীয় পর্বের শুটিং হয়েছে প্রায় সব সিনেমার।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২০ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২১ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫