Ajker Patrika

মানুষ চায় উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
মানুষ চায় উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম

উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম সাধারণ মানুষ চায় বলে মন্তব্য করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগপূর্তি উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

উন্নয়নের পূর্বশর্ত শান্তি উল্লেখ করে ক্যশৈহ্লা বলেন, ‘পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, তাহলেই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে।

শান্তি চুক্তির পরও পাহাড়ে কুচক্রী মহল নানা অপতৎপরতা অব্যাহত রাখছে। এমন বিশৃঙ্খলা থাকলে উন্নয়ন ব্যাহত হবে। তাই যেকোনো অপশক্তিকে আইনগতভাবে মোকাবিলা করে পাহাড়ে শান্তির সুবাতাস বিরাজ করলেই শান্তিচুক্তি সত্যিকার অর্থে সফল হবে।’

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, ‘পাহাড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যারা সৃষ্টির চেষ্টা করবেন, তাঁদের আইনগতভাবে মোকাবিলা করে পাহাড়ে শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

সভায় মূল প্রবন্ধ লেখেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু। তাঁর পক্ষে সভায় উপস্থাপন করেন বীর বাহাদুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পার্বত্য জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো ও মোজাম্মেল হক বাহাদুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত