Ajker Patrika

ডিসির ফোন নম্বর স্পুফিং করে টাকা দাবি

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩১
ডিসির ফোন নম্বর স্পুফিং করে টাকা দাবি

স্পুফিং সফটওয়্যার ব্যবহার করে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসানের ফোন নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা দাবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের তিনজন কর্মকর্তা ও কর্মচারীকে ফোন করে বিকাশে টাকা চাওয়া হয়।

গতকাল রোববার দুপুরে ‘জেলা প্রশাসন শরীয়তপুর’ নামের একটি ফেসবুক পেজে এ-সংক্রান্ত সতর্কবার্তা প্রচার করা হয়।

কল স্পুফিং হলো প্রকৃত নম্বর গোপন রেখে অন্য এক ব্যবহারকারীর নম্বর অথবা বিশেষ কোনো নম্বর দিয়ে কল করার প্রযুক্তি।

জানা গেছে, রোববার সকালে অফিস সহকারী সুমিত্রা রানী দের মোবাইল নম্বরে জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোন নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি জরুরি প্রয়োজনের কথা বলে দ্রুত বিকাশে ৫ হাজার টাকা দিতে বলেন। ধারাবাহিকভাবে একই প্রক্রিয়ায় কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মহাসিন, অফিস সুপারিনটেনডেন্ট আবদুর রশিদ, অফিস সহকারী সুজতা রানীকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে অনুরোধ করেন প্রতারকচক্রের সদস্যরা। বিষয়টি সন্দেহ হলে জেলা প্রশাসককে বিষয়টি জানান ভুক্তভোগীরা। এ সময় তিনি তাঁর নম্বর স্পুফিং করে প্রতারক চক্র টাকা আদায়ের চেষ্টা করছেন বলে জানানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মহাসিন বলেন, ‘ডিসি স্যারের নম্বর থেকে মোবাইল ফোনে কল এসেছে। কল ধরার পর বুঝতে পারি কণ্ঠটি স্যারের নয়। টাকা চাওয়ার বিষয়টি সন্দেহ হয়।’

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘ডিজিটাল প্রতারণার মাধ্যমে একটি চক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। দপ্তরের কর্মচারীদের কাছে আগে মোবাইল ফোনে কল আসায় সতর্ক হওয়ার সুযোগ পেয়েছি। জনসাধারণকে সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা হচ্ছে।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক এস এম আতিক উল্লাহ বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর স্পুফিং করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত