Ajker Patrika

ভোট গণনার সময় মঞ্চে বিশৃঙ্খলা, ফলাফলে দেরি

বগুড়া প্রতিনিধি
ভোট গণনার সময় মঞ্চে বিশৃঙ্খলা, ফলাফলে দেরি

প্রায় ২০ বছর পর গোপন ব্যালটের মাধ্যমে বগুড়া জেলা বিএনপির কমিটি নির্বাচনের ভোট গ্রহণ হয় গতকাল বুধবার। এদিন বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সম্মেলনস্থলে ১১টি বুথে ২ হাজার ২২২ জন ভোটার ভোট দেন। তবে হইচই আর বিশৃঙ্খলার কারণে নির্দিষ্ট সময়ে ফলাফল ঘোষণা করতে পারেনি সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হয় এক ঘণ্টা দেরিতে। ভোট গ্রহণ শেষে সম্মেলন পরিচালনা কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করা হবে। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক রাত ৯টার দিকে হলে ভোট গণনা শুরু হয়।

কিন্তু ভোট গণনা শুরু হলে দেখা যায়, বিভিন্ন প্রার্থীদের সমর্থকেরা ঘোষণা উপেক্ষা করে ভোট গণনা মঞ্চে উঠে পড়েন। এতে দেখা দেয় বিশৃঙ্খলা। ফলে ভোট গণনা কার্যক্রম ব্যাহত হয়। কমিটির নেতারা বারবার মাইকে ঘোষণা দেওয়ার পরেও কর্মী-সমর্থকদের সামলাতে হিমশিম খেতে হয় প্রার্থীদের। একপর্যায়ে ফলাফল ঘোষণায় অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিলে প্রার্থীরা নিজ উদ্যোগে তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করলে ভোট গণনা কার্যক্রম স্বাভাবিক হয়।
এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদকের ৩ পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন-২০২২ এর মিডিয়া উপকমিটির সদস্য কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টার পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা চলছে। তবে ফলাফল ঘোষণায় দেরি হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত