Ajker Patrika

প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২৮
প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ

বান্দরবান সদর উপজেলার ৩ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে একটিতে বর্তমান চেয়ারম্যানকেই মনোনীত করা হয়েছে। এ ছাড়া একটিতে গতবারের পরাজিত প্রার্থী ও অপরটিতে নতুন মুখ প্রার্থী হচ্ছেন।

এদিকে তৃণমূল নেতা-কর্মীদের মতামতে প্রার্থী চূড়ান্ত করলেও একটি ইউপিতে আওয়ামী লীগের অপর এক নেতা প্রার্থী হতে ইচ্ছুক। তিনি এখনো আশা করছেন, শেষ পর্যন্ত দল তাঁকে মনোনয়ন দিতে পারে। তবে শেষ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের সিদ্ধান্তের ওপর। জেলা আওয়ামী লীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি বান্দরবান সদর উপজেলার ৩ ইউপিতে নির্বাচন হবে। এগুলো হলো কুহালং, সুয়ালক ও টংকাবতী ইউপি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস জানান, কুহালং ইউপিতে এবার তরুণ মুখ চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মং পু মারমাকে এবার মনোনীত করা হয়েছে। সুয়ালক ইউপিতে গতবারের পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ক্য চিং মারমাকে এবং টংকাবতী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্লুকান ম্রোকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, কুহালং ইউপিতে বর্তমান চেয়ারম্যান সানু প্রু মারমা ৪ বার নির্বাচিত হয়েছেন। তাঁকে এবারও দলীয় মনোনয়নের জন্য চিন্তা করা হয়েছিল। কিন্তু বয়সের কারণে তিনি নির্বাচন করতে আগ্রহী না হওয়ায় তাঁর ছেলে মং পু মারমাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মং পু মারমা বলেন, তিনি বাবার সুবাদে দলীয় মনোনয়নের সুযোগ পেলেও যোগ্যতার কারণেও মনোনয়ন পেতে সহজ হয়েছে।

এদিকে টংকাবতী ইউপিতে বর্তমান চেয়ারম্যান প্লুকান ম্রোকে দলীয় মনোনয়ন দিলেও আওয়ামী লীগের আরেক নেতা পাইরেং ম্রো এবার চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী। তিনি গতবারও প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি ইতিমধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জানতে চাইলে পাইরেং ম্রো বলেন, দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ করেন। গতবারও চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছিলেন। সেবার বলা হয়েছিল পরের বার (এবার) দলীয় মনোনয়ন দেওয়া হবে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার তাঁর ইচ্ছে নেই।

টংকাবতী ইউপির আওয়ামী লীগ মনোনীতে প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্লুকান ম্রো বলেন, এবার নির্বাচিত হলে বিগত সময়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার যেমন সুযোগ পাবেন, তেমনি ইউনিয়নের জন্য নতুন নতুন বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

সুয়ালক ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মংক্যচিং বলেন, গতবার নির্বাচনে কাছাকাছি এসেও শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি। ইউপিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান থাকায় সরকারের অনেক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ১১ ডিসেম্বর যাচাই-বাছাই, ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ১৯ ডিসেম্বর।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সারা দেশে ৭০৭টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এ সময়ে বান্দরবানের কুহালং, সুয়ালক এবং টংকাবতী ইউনিয়নে নির্বাচন হবে।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পাইহ্লা অং মারমা আজকের পত্রিকাকে বলেন, সদর উপজেলায় যে তিনটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ সেখানে যোগ্য নেতাদেরই চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। যাঁদের মনোনীত করা হয়েছে তাঁদের বিগত সময়ের কার্যক্রম, আগামীর নেতৃত্ব দেওয়ার গুণাবলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত