Ajker Patrika

ভোট নিয়ে লেনদেন ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ৫৫
ভোট নিয়ে লেনদেন ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ইউপি নির্বাচনের আগের রাতে অবৈধভাবে টাকা লেনদেনের সময় শেখ মো. এখলাছুর রহমান (৩৬) নামের এক চেয়ারম্যান প্রার্থীর ভাইকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। এ সময় এখলাছুরের কাছে নগদ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত শেখ এখলাছকে ৬ মাসের কারাদণ্ড দেন।

আটক এখলাছুর সদর উপজেলার সুলতানপুর ইউপি নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মো. মহসিনের ছোট ভাই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নির্বাচনে নিরাপত্তা বিধানে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। নির্বাচনের আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হাবলাউচ্চ গ্রাম থেকে শেখ মো. এখলাছুর রহমান নামের এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকাসহ আটক করা হয়। সেই টাকা তিনি পোলিং এজেন্ট ও ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করার জন্য বিতরণ করছিলেন।

আব্দুল্লাহ আল বাকী আরও জানান, আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত