Ajker Patrika

বইমেলায় পুরোনো বইয়ের কাটতিই বেশি

আবির হাকিম, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৬
বইমেলায় পুরোনো বইয়ের কাটতিই বেশি

সারা বছরই মানুষ কম-বেশি বই কেনে। তবে মেলা থেকে বই কেনার মধ্যে ভিন্ন একটা মজা আছে। মেলা যদি হয় বাংলা একাডেমির, তাহলে তো কথাই নেই!

বাংলা একাডেমির বইমেলা সবে শুরু হলেও যাঁরা বই কিনছেন, তাঁদের অধিকাংশকে পুরোনো বই বেশি কিনতে দেখা গেছে। গতকাল পঞ্চম দিনে বইমেলা ঘুরে এমনটিই মনে হয়েছে।

স্টল ঘুরে ঘুরে বই কিনছিলেন স্কুলশিক্ষক আহসান উল্লাহ। বরিশাল থেকে বই কিনতেই তিনি মেলায় এসেছেন। হাতে লম্বা ফর্দ—নিজের পছন্দের, সহকর্মী ও শিক্ষার্থীদের অনুরোধের বইয়ের তালিকা। সেগুলো সংগ্রহ করছিলেন বিভিন্ন স্টল থেকে।

তাঁর হাতে থাকা তালিকায় ৫০টি বইয়ের নাম আছে। নতুন বইয়েরা সেখানে সংখ্যালঘু—মাত্র ছয়টি। সংখ্যাগরিষ্ঠ পুরোনো এবং সবই আগে প্রকাশিত।

স্কুলশিক্ষক আহসান উল্লাহ মন্তব্য করেন, নতুন প্রকাশিত বইগুলো তেমন একটি প্রচারণা পায় না। তাই সেগুলো সম্পর্কে সাধারণত কম পাঠক জানতে পারেন। নতুন বইগুলোর ভালো রিভিউ বা পর্যালোচনা হলেও সেসব সম্পর্কে পাঠকের আগ্রহ বাড়বে।

বিক্রয়কর্মীদেরও একই মত। বাংলাপ্রকাশের বিক্রয়কর্মী আবু ইউসুফ জানান, এবারের মেলায় তাঁদের নতুন বই ১০টি। এ পর্যন্ত এসবের পাঁচ কপির বেশি বিক্রি হয়নি। আগেরগুলোর বিক্রিই বেশি।

ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিক্রয়কর্মী শওকত আলী বলেন, ‘আমাদের পুরোনো বইগুলো বেশি বিক্রি হচ্ছে। নতুন বইয়ের মধ্যে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের পিএইচডি অভিসন্দর্ভ ‘পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া’ বেশি বিক্রি হয়েছে। এটা কিন্তু বেশ পুরোনো, তবে এই প্রথম ছাপা হলো।

পঞ্চম দিনের মেলা
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মেলার পঞ্চম দিনে নতুন বই এসেছে ১৪৩টি। এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: উন্নয়নে নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোবাইদা নাসরীন।

প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে কর্মক্ষেত্রে নারীর ইতিবাচক অগ্রগতি আশার জায়গা তৈরি করেছে। তবে বিপরীতে নিপীড়ন ও নির্যাতনের চিত্রও কম ভয়াবহ নয়। নারীর জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলে তা বাংলাদেশের টেকসই অগ্রগতি সুনিশ্চিত করবে।

মুজিব গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি চত্বরে গতকাল মুজিব গ্রাফিক নভেলের নবম ও দশম খণ্ডের মোড়ক উন্মোচন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নভেলটি প্রকাশ করেছে।

এ সময় মুহম্মদ জাফর ইকবাল বলেন, এ দেশে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে, যারা জানত না বঙ্গবন্ধু কে, তিনি বাংলাদেশের জন্য কী করেছেন। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না।

স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
মেলায় স্বাস্থ্যবিধি না মানায় গতকাল ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে দুই শ টাকা করে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। বইমেলা শুরুর আগে কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় অংশ নিতে হবে দর্শনার্থীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত