টাঙ্গাইল প্রতিনিধি
চার দিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যন্ত্র অটোক্লেভসহ রক্তক্ষরণ বন্ধের যন্ত্র ডায়াথার্মি মেশিন নষ্ট থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই কারণে সিজারিয়ান অপারেশনও বন্ধ। ফলে দুর্ভোগে পড়েছেন প্রসূতি বিভাগে অপারেশনের জন্য আসা রোগীরা।
বিশেষ করে জরুরি সিজারিয়ান অপারেশন করতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে। হাসপাতালে এসে অপারেশনের সুযোগবঞ্চিত হয়ে তাঁদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল ও ক্লিনিকে। এতে রোগী ও তাঁদের স্বজনদের অনেককেই হয়রানির শিকার হচ্ছেন।
সরেজমিন জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অসহায় হয়ে বসে রয়েছেন সদর উপজেলার চরপৌলী গ্রামের আমিনা বেগম। প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হয়েছে। দ্বিতীয় সন্তানের জন্যও অপারেশন করতে হবে। কিন্তু হাসপাতালের প্রসূতি বিভাগের মেশিন নষ্ট থাকায় এখানে অপারেশন করা যাবে না।
আমিনা বেগম বলেন, ‘আমার স্বামী কৃষক। তার সামর্থ্য নেই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে অপারেশন করানোর। এখন আমরা কই যাব?’ কীভাবে করব অপারেশন, প্রশ্ন তাঁর।
টাঙ্গাইল পৌর এলাকার সোনালি বলেন, ‘আমার সন্তান জন্মদানের সময় হয়ে এসেছে। পেটব্যথা অনুভব করায় গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছি। পর দিন ডাক্তার দেখে সিজারিয়ান অপারেশন করা লাগবে বলে জানান। কিন্তু হাসপাতালের মেশিন নষ্ট থাকায় এখানে অপারেশন করা যাবে না। আমার স্বামী রাস্তার পাশে চায়ের দোকান করে। আমরা খুব গরিব মানুষ। এখন বেসরকারি ক্লিনিকে অপারেশন করাতে পারছি না।’
টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর গ্রামের তামান্না বলেন, পেটের বাচ্চার বয়স প্রায় সাড়ে নয় মাস। গতকাল ডাক্তার দেখিয়েছি। বাচ্চার নড়াচড়া কম, অপারেশন করা লাগবে। তাই হাসপাতালে এসেছি অপারেশন করাতে। কিন্তু এখানে অপারেশন করা যাবে না। স্বামী ছোট একটা চাকরি করে। বেসরকারি ক্লিনিকে কীভাবে অপারেশন করাব? হাসপাতালে যাঁরা আছেন, তাঁরা কি একটা ব্যবস্থা করতে পারেন না?
রোগীর স্বজনেরা বলেন, ‘আমাদের সামর্থ্য নেই বলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসি। কিন্তু হাসপাতালে আসলে আমরা তেমন চিকিৎসা পাই না। এবার তো মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। কবে ঠিক হবে কেউ জানেন না। আমরা তাহলে কোথায় চিকিৎসা করাব?’ তাঁরা দ্রুত হাসপাতালের মেশিনগুলো ঠিক করার দাবি জানান।
হাসপাতালের প্রসূতি কনসালট্যান্ট নিসফুন নাহার বলেন, ‘প্রসূতি ওয়ার্ড চারটি ডায়াথার্মি রয়েছে, যার সবই নষ্ট। রক্তক্ষরণ বন্ধ করার যন্ত্র ছাড়া অপারেশন করতে গেলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। এমনকি রোগীর প্রাণহানিও হতে পারে। তাই আমরা অপারেশন করতে পারছি না। এখানে অনেক গরিব রোগী আসেন, তাঁদের সেবা দিতে না পেরে আমাদেরও বেশ খারাপ লাগছে।’
প্রসূতি বিভাগ সূত্রে জানা যায়, এই যন্ত্রগুলো প্রায় ১৫ বছরের পুরোনো। যা মাঝেমধ্যেই নষ্ট হয়ে যায়। প্রতিবার মেরামতের পর মাত্র ১০-১৫ দিন ঠিক থাকত। এবার একেবারেই নষ্ট হয়ে গেছে।
২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে যন্ত্রগুলো মেরামত করার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো ঠিক হয়নি। যথানিয়মে অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিনের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করা হবে।’
চার দিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যন্ত্র অটোক্লেভসহ রক্তক্ষরণ বন্ধের যন্ত্র ডায়াথার্মি মেশিন নষ্ট থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই কারণে সিজারিয়ান অপারেশনও বন্ধ। ফলে দুর্ভোগে পড়েছেন প্রসূতি বিভাগে অপারেশনের জন্য আসা রোগীরা।
বিশেষ করে জরুরি সিজারিয়ান অপারেশন করতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে। হাসপাতালে এসে অপারেশনের সুযোগবঞ্চিত হয়ে তাঁদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল ও ক্লিনিকে। এতে রোগী ও তাঁদের স্বজনদের অনেককেই হয়রানির শিকার হচ্ছেন।
সরেজমিন জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অসহায় হয়ে বসে রয়েছেন সদর উপজেলার চরপৌলী গ্রামের আমিনা বেগম। প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হয়েছে। দ্বিতীয় সন্তানের জন্যও অপারেশন করতে হবে। কিন্তু হাসপাতালের প্রসূতি বিভাগের মেশিন নষ্ট থাকায় এখানে অপারেশন করা যাবে না।
আমিনা বেগম বলেন, ‘আমার স্বামী কৃষক। তার সামর্থ্য নেই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে অপারেশন করানোর। এখন আমরা কই যাব?’ কীভাবে করব অপারেশন, প্রশ্ন তাঁর।
টাঙ্গাইল পৌর এলাকার সোনালি বলেন, ‘আমার সন্তান জন্মদানের সময় হয়ে এসেছে। পেটব্যথা অনুভব করায় গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছি। পর দিন ডাক্তার দেখে সিজারিয়ান অপারেশন করা লাগবে বলে জানান। কিন্তু হাসপাতালের মেশিন নষ্ট থাকায় এখানে অপারেশন করা যাবে না। আমার স্বামী রাস্তার পাশে চায়ের দোকান করে। আমরা খুব গরিব মানুষ। এখন বেসরকারি ক্লিনিকে অপারেশন করাতে পারছি না।’
টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর গ্রামের তামান্না বলেন, পেটের বাচ্চার বয়স প্রায় সাড়ে নয় মাস। গতকাল ডাক্তার দেখিয়েছি। বাচ্চার নড়াচড়া কম, অপারেশন করা লাগবে। তাই হাসপাতালে এসেছি অপারেশন করাতে। কিন্তু এখানে অপারেশন করা যাবে না। স্বামী ছোট একটা চাকরি করে। বেসরকারি ক্লিনিকে কীভাবে অপারেশন করাব? হাসপাতালে যাঁরা আছেন, তাঁরা কি একটা ব্যবস্থা করতে পারেন না?
রোগীর স্বজনেরা বলেন, ‘আমাদের সামর্থ্য নেই বলে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসি। কিন্তু হাসপাতালে আসলে আমরা তেমন চিকিৎসা পাই না। এবার তো মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। কবে ঠিক হবে কেউ জানেন না। আমরা তাহলে কোথায় চিকিৎসা করাব?’ তাঁরা দ্রুত হাসপাতালের মেশিনগুলো ঠিক করার দাবি জানান।
হাসপাতালের প্রসূতি কনসালট্যান্ট নিসফুন নাহার বলেন, ‘প্রসূতি ওয়ার্ড চারটি ডায়াথার্মি রয়েছে, যার সবই নষ্ট। রক্তক্ষরণ বন্ধ করার যন্ত্র ছাড়া অপারেশন করতে গেলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। এমনকি রোগীর প্রাণহানিও হতে পারে। তাই আমরা অপারেশন করতে পারছি না। এখানে অনেক গরিব রোগী আসেন, তাঁদের সেবা দিতে না পেরে আমাদেরও বেশ খারাপ লাগছে।’
প্রসূতি বিভাগ সূত্রে জানা যায়, এই যন্ত্রগুলো প্রায় ১৫ বছরের পুরোনো। যা মাঝেমধ্যেই নষ্ট হয়ে যায়। প্রতিবার মেরামতের পর মাত্র ১০-১৫ দিন ঠিক থাকত। এবার একেবারেই নষ্ট হয়ে গেছে।
২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে যন্ত্রগুলো মেরামত করার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো ঠিক হয়নি। যথানিয়মে অটোক্লেভ ও ডায়াথার্মি মেশিনের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫