Ajker Patrika

গণশৌচাগার না থাকায় ভোগান্তি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৩৩
গণশৌচাগার না থাকায় ভোগান্তি

পাথরঘাটা পৌরসভায় প্রতিদিন কয়েক হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজ করতে আসেন। উপজেলার সাত ইউনিয়ন থেকে মানুষ এখানে আসেন সরকারি দপ্তরে, হাটবাজারে। কিন্তু পাথরঘাটা পৌর শহরে কোনো গণশৌচাগারের (পাবলিক টয়লেট) ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের।

জানা যায়, পৌর শহরে কয়েকটি পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকলেও সেগুলো বেদখল হয়ে আছে। যা আছে সেগুলো ব্যবহার করার কোনো সুযোগ নেই। এ কারণে বিভিন্ন মসজিদের টয়লেটের ওপর নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষদের।

পৌর শহরে শতভাগ স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা নিশ্চিত করার জন্য ও অবৈধভাবে দখল হওয়া পাবলিক টয়লেট উন্মুক্ত করার দাবিতে ওয়াশ এসডিসি নাগরিক কমিটি ও পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের যৌথ উদ্যোগে গত শনিবার বেলা ১১টায় পৌর শহরে মানববন্ধন হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বরাবর স্মারকলিপি দেন তাঁরা। এরপর পাথরঘাটা প্রেসক্লাব চত্বর ও শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন করেন তাঁরা।

পৌরশহরের একাধিক ব্যবসায়ী জানান, ব্যবসায়ীদের সুযোগ–সুবিধার জন্য পাবলিক টয়লেট নেই। পাশাপাশি দোকানে আসা ক্রেতাদেরও মাঝে মাঝে বিপদে পড়তে হয়। এ কারণে তাঁদের ভরসা করতে হয় মসজিদের টয়লেটগুলোতে। তবে মসজিদের টয়লেটগুলোও বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকে।

পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, অতি শিগগিরই পাবলিক টয়লেটগুলো উন্মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত